পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
খাইবেন পাঁপড়ভাজা’—এভাবেই হাঁক ডাকেন জাকির হোসেন। বাড়ি ঝিনাইদহের সুতুলিয়া গ্রামে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় পাঁপড়ভাজা বেঁচেই চলে সংসার। দুই রকমের পাঁপড় ভাজা রয়েছে। ১০ টাকা আর ৫ টাকা। দিনে ২৫০টি পাঁপড়ভাজা বিক্রি করেন তিনি। থাকেন গোলাকান্দাইলের নতুনবাজার এলাকায়। মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি
ছবি: রাসেল আহমেদ
২ / ৬
অস্ট্রেলিয়ার সিডনিতেও দেখা মেলে কাশফুলের। তবে এর গাছগুলো বাংলাদেশের মতো ছড়ানো না হয়ে অনেকটা ঝোপ আকৃতির হয়। আর এখানে ফুল দেখা দিলেই সেগুলোকে ‘হ্যাজার্ড’ বিবেচনা করে কেটে ফেলা হয়। তবু মাঝেমধ্যে রাস্তার ধারে দেখা মেলে কাশফুলের। ছবিটি সিডনির ওয়েস্টমিড হাসপাতালের ‘জরুরি বিভাগ’–এর সামনে থেকে ১ মার্চ তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৬
শারজাহ, আরব আমিরাত। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জাহেদুল আলম
৪ / ৬
প্রতিদিনই কলার হাট বসে ঝিনাইদহের সাফদারপুর রেলস্টেশন বাজারে। এ অঞ্চলের এটি অন্যতম বৃহৎ কলাবাজার। এখান থেকে ট্রেনে ও পরিবহনে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে কলা পরিবহন করা হয়। ১ মার্চ ছবিটি তোলা
ছবি: আবু আফজাল সালেহ
৫ / ৬
কবি কাহলিল জিবরানের জন্মস্থান লেবাননের বিশাররি এলাকায়। এটি অন্যতম পর্যটন এলাকায়ও। সেখানে তুষারপাত হচ্ছে
ছবি: জুবায়ের কবির
৬ / ৬
তৈরি পোশাক, মৎস্যজীবী, চা-বাগান ও গৃহকর্মের মতো অনানুষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের মজুরি বৈষম্য, কর্মক্ষেত্রে সহিংসতা, ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রসহ সব অসমতার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ‘নারী দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকার হাতিরঝিলে এক হাজারেরও বেশি নারী-পুরুষের অংশগ্রহণে ‘অক্সফ্যাম রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের আয়োজনে এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং এজেন্সি ফ্রান্স দ্য ডেভেলপমেন্টের সহযোগিতায় ১ মার্চ এই ম্যারাথন অনুষ্ঠিত হয়
ছবি: দীন মোহাম্মদ দীনু