হুদহুদ নামের থেকে সাহিত্যিক বনফুলের দেওয়া ‘মোহনচূড়া’ নামটি আমার বিশেষ পছন্দ। পাখিটির মাথায় যে বিশেষ চূড়া দেখা যায়, সেটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। মাঝেমধ্যে সেই চূড়ার ঝলকানি আর রঙের বিন্যাস, যা সামনাসামনি না দেখালে বা ভিডিও ছাড়া বোঝা সম্ভব নয়। সুচালো লম্বা ঠোঁট দিয়ে মাটির নিচে পোকামাকড় ধরে ওপরে ছুড়ে দেয় তারপর খায়। উড়ে গেলে দেখতে অসাধারণ লাগে। রংপুর, ১০ ফেব্রুয়ারি।ছবি: রাকিন জহির