পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত ছাপা হয় নাগরিক সংবাদে।

১ / ৮
হুদহুদ নামের থেকে সাহিত্যিক বনফুলের দেওয়া ‘মোহনচূড়া’ নামটি আমার বিশেষ পছন্দ। পাখিটির মাথায় যে বিশেষ চূড়া দেখা যায়, সেটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। মাঝেমধ্যে সেই চূড়ার ঝলকানি আর রঙের বিন্যাস, যা সামনাসামনি না দেখালে বা ভিডিও ছাড়া বোঝা সম্ভব নয়। সুচালো লম্বা ঠোঁট দিয়ে মাটির নিচে পোকামাকড় ধরে ওপরে ছুড়ে দেয় তারপর খায়। উড়ে গেলে দেখতে অসাধারণ লাগে। রংপুর, ১০ ফেব্রুয়ারি।
ছবি: রাকিন জহির
২ / ৮
ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবি ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ। এরপর দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশের মানচিত্র। তাই সব বাংলাদেশির জন্য ২১ ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। পরবর্তী সময় ইউনেসকো আমাদের ভাষার দাবির ওপর ভিত্তি করে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। ছোট থেকেই যদি শিশুদের মনে এই দিবসের ধারণা দেওয়া যায়, তাহলে তারা বড় হয়ে শহীদ দিবসের প্রশ্নে আর ভুল উত্তর করবে না। উত্তরখানের একটি বাড়ির ছাদে শিশুরা ইট দিয়ে বানিয়েছে শহীদ মিনার।
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৮
নির্জন আর নিস্তব্ধ। আহা! জীবনের কিছু মুহূর্ত এত অদ্ভুত সুন্দর মনে হয়। শুধু প্রকৃতির ডাকাডাকি। ঝিঁঝিঁ পোকার আওয়াজ, বাতাসে গাছের পাতা নড়ার শব্দ, পাখির সুরেলা কণ্ঠ, আরও কত প্রাণীর চেনা-অচেনা সুর। বান্দরবান থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তারানা তানজিনা মিতু
৪ / ৮
আইসিটি ইন্ডাস্ট্রি বিজনেস অটোমেশন লিমিটেডের এক্সিকিউটিভরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান
ছবি: বিজ্ঞপ্তি
৫ / ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া-দাউদপুর সড়কের মুশরি ফজুরবাড়ি মোড়ের বেহাল অবস্থা। কাদা-পানিতে একাকার। প্রায় ঘটছে দুর্ঘটনা। জনভোগান্তি চরমে। ফজুরবাড়ি মোড়, ২১ ফেব্রুয়ারি
ছবি: রাসেল আহমেদ
৬ / ৮
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক টেকসই উন্নয়ন সম্মেলনে ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের’ তরুণেরা জলবায়ু সুবিচার নিশ্চিতে আলোচনা করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, বাড্ডা, ঢাকা, ২০ ফেব্রুয়ারি
ছবি: মোহাম্মদ আল-আমিন
৭ / ৮
পরিবেশবান্ধব ‘ইকো ব্যান্ড’-এর আইডিয়া দিয়ে ‘কুবি হাল্ট প্রাইজ’-এর চ্যাম্পিয়ন ‘টিম কার্গসমেরিন’। বার্ড, কোটবাড়ী, কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি
ছবি: মোহাম্মদ আল-আমিন
৮ / ৮
অমর একুশে বইমেলা ২০২৪-কে ঘিরে চট্টগ্রামের সিআরবির শিরীষতলাকে সাজানো হয়েছে। ছবিটি ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তোলা হয়েছে
ছবি: সাফিনাতুন জাহান সাবরিন