পাঠকের ছবি

১ / ৯
অনলাইন, টেলিভিশনের যুগে দেয়ালপত্রিকা পড়া প্রায় হারিয়েই যেতে বসেছে। কিন্তু গাইবান্ধা পৌর পার্কে গিয়ে দেখা মিলল, এখনো মানুষ দেয়ালে পত্রিকা পড়ছেন। ছবিটি ৪ জানুয়ারি গাইবান্ধার পৌর পার্ক থেকে তোলা
ছবি: সাজেদুর আবেদীন
২ / ৯
চারদিকে ঘন কুয়াশা। তার ওপর উত্তরের ঠান্ডা বাতাস। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দেওয়া সোনালি রোদের দেখা পেতে প্রায় সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু তাই বলে তো আর নিজের কাজ ফেলে থেমে থাকা চলে না। ঠান্ডা-কুয়াশা উপেক্ষা করে বেরিয়ে পড়তে হয় গন্তব্যে। কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে এক শিক্ষার্থী। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ৪ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
৩ / ৯
গ্রামের শৈশব, কৈশোর ও বাল্যকাল বেড়ে ওঠে পরিবারের টুকিটাকি কাজের সহযোগিতার মধ্যে দিয়ে। এমনই চিত্র ফুটে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের ভুলবাকুটিয়া গ্রামের বুলবুল আহমেদ বাবুলের মেয়ে ফাওজীয়া তাসনীম বুশরার দুঃসাহসিক ছবির মাধ্যমে। ছবিটি ৪ জানুয়ারি তোলা
ছবি: মো. মনিরুল ইসলাম
৪ / ৯
ফসলে মাঠে গমের চারা বেড়ে উঠছে। দূরে দুটি তালগাছ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে নীল আকাশের নিচে। মুচকুরনি, ভাংগা, ফরিদপুর, ৪ জানুয়ারি
ছবি: মো. নাজমুল হক নাহিদ
৫ / ৯
ঘন কুয়াশার মধ্যেও থেমে নেই ইরি ধানের জমি চাষের কাজ। কৈখালী শ্যামনগর, সাতক্ষীরা, ৪ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
৬ / ৯
দাদুর কাছে শুনেছি, ছেলেবেলায় তিনি এ নদী সাঁতরে পার হতেন। নদীর স্বচ্ছ পানিতে জাল ফেললে নাকি মাছের ভারে জাল ছিঁড়ে যেত। ডিঙিতে দাদুর বাবা-চাচারা জোছনা রাতে গলা ছেড়ে ধরতেন গান। কালের বিবর্তনে সভ্যতার চূড়ান্ত পর্বের স্রোতে সে সবকিছুই হয়েছে গত। শীতলক্ষ্যা, নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি
ছবি: আরাফাত কবির অভি
৭ / ৯
পুরো মাঠ ভরে গেছে শর্ষেগাছে। কোথাও ফুলের সাজে মনে হচ্ছে মাঠে হলুদ প্রজাপতির মেলা বসেছে, আবার কোথাও ফুল ঝরে সবুজ রঙে মিশে আছে। ওদিকে শীতের কুয়াশা নামার সঙ্গে সঙ্গে ডুব দিচ্ছে পশ্চিম আকাশে রক্তিম সূর্য। ফুলবাড়ীয়া উপজেলা, ছবিটি ময়মনসিংহ, ৩ জানুয়ারি
ছবি: তানজিদ শুভ্র
৮ / ৯
চারদিকে ঘন কুয়াশা। ঠান্ডা-কুয়াশা উপেক্ষা করে বেরিয়ে পড়তে হয় গন্তব্যে। কুয়াশায় মোড়ানো রাস্তায় চলছে মালবাহী পিকআপ। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ৪ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
৯ / ৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এলাকায় জন্মানো ধানগাছে বসে খাবার সংগ্রহ করছে পাখিটি। ৫ জানুয়ারি
ছবি: অরিত্র ছাত্তার