চারদিকে ঘন কুয়াশা। তার ওপর উত্তরের ঠান্ডা বাতাস। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দেওয়া সোনালি রোদের দেখা পেতে প্রায় সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু তাই বলে তো আর নিজের কাজ ফেলে থেমে থাকা চলে না। ঠান্ডা-কুয়াশা উপেক্ষা করে বেরিয়ে পড়তে হয় গন্তব্যে। কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে এক শিক্ষার্থী। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ৪ জানুয়ারিছবি: মো. ফরহাদুজ্জামান