পাঠকের ছবি (২১ জানুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
হাঁস, মুরগি আর কবুতরের খাবার নিয়ে হুড়োহুড়ি। পীরগাছা, রংপুর, ২০ জানুয়ারি। ছবি: বেলাল আহমেদ
২ / ৮
আলোটা জ্বলে আছে, কিন্তু রাত এখনো নীরব। মহাখালী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৩ / ৮
পদ্মা নদী, মাওয়া ঘাট—নদীর বুকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার; প্রকৌশল দক্ষতা ও প্রাকৃতিক প্রেক্ষাপটের যুগলবন্দী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শেখ ওমর ফারুক
৪ / ৮
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি, এতটা দূর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সংগীত কুমার
৫ / ৮
জল, আলো আর নীরবতা—সকালের গুলশান লেক। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা।
৬ / ৮
ধলেশ্বরী নদীর পাড়ে খেয়া অপেক্ষা করছে মানুষ পারাপারের জন্য। চরের মানুষ এ খেয়ার ওপরই নির্ভরশীল। ছবিটি মুন্সিগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাট এলাকা থেকে ১৯ জানুয়ারি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৮
গাছে ফুল ফুটে আছে। শাকচর ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: হাসান ইমাম
৮ / ৮
শীতের কুয়াশায় মোড়ানো ভোরে খেজুরগাছের ভাঁড়ে জমা একফালি মিষ্টতা। এই তো আমাদের চিরচেনা রূপসী বাংলার প্রাণোচ্ছল ঐতিহ্য। তাড়াশ, সিরাজগঞ্জ
ছবি: সুমন পাল 209.