পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
চৈত্রের উদ্বোধনী চৈতালী ঝোড়ো হাওয়া ও ঝটিকা বৃষ্টি শেষে আকাশে মেঘের উদাসীনতা। অপূর্ব বাংলার একটি ছোট্ট ফ্রেম। বালিথুবা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৭
মুন্সিগঞ্জের মার্কহাটির ওপর দিয়ে বয়ে গেছে কাজলরেখা নদী। নদী দিয়ে এখন আর আগের মতো লঞ্চ চলাচল করতে পারে না। নদীর স্রোতধারা কমে যাওয়ায় ছোট ছোট ইঞ্জিনচালিত ট্রলারই একমাত্র যাতায়াত করে থাকে। ছবিটি সম্প্রতি তোলাছবি: তাওহীদ হোসেন নাঈম
ছবিটা সকাল ৭টায় রাজধানীর পান্থপথ এলাকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এই চিত্র আর থাকবে না। ঢাকা, ২১ মার্চছবি: প্রবীর পাল
৫ / ৭
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার-আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার ২০২৫’ সেবাবর্ষের অভিষেক ও বার্ষিক ইফতার মাহফিল চট্টগ্রাম নগরীর সিদ্দীকী চেম্বার রুফটপে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ছবি: বিজ্ঞপ্তি
৬ / ৭
সড়কের পাশের এ গাছগুলো যেন একেকটি অক্সিজেনের ফ্যাক্টরি। পথিক তপ্ত দুপুরে হেঁটে যখন এ সড়ক অতিক্রম করে তখন শরীরটা শীতল হয়ে যায়। প্রকৃতি থেকে দিন দিন বড় বড় গাছ হারিয়ে যাচ্ছে। ছবিটি মুন্সিগঞ্জের কাজী কসবা গ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৭
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার একটি গ্রামের মায়াভরা দৃশ্য। প্রকৃতি পাতার দৃশ্য এখনো রয়ে গেছে আর সবুজপাতা গাছজুড়ে সয়লাব হচ্ছেছবি: মো. রাসেল ভূঁইয়া