পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
নদীতে জোয়ারের পানি। প্রান্তিক জেলে নদীতে মাছ ধরাতে ব্যস্ত। কার্গো এসেছে ঘাঘর বাজারে পণ্য পরিবহন করতে। ঘাঘর নদী, কোটালীপাড়া, গোপালগঞ্জ, ৩০ মে
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৭
সকালবেলায় এসে ঝুলন্ত গাছের ফুল থেকে মধু খাওয়ার ফাঁকে শ্যামা পাখি। ছবিটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো সাবার্ব থেকে গত ২৫ মে
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৭
কুমিল্লা মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের প্রায় পাকা সড়কটি বর্তমানে বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হলেও সড়কটি সংস্করণে নেই কারও কোনো উদ্যোগ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: সাদ্দাম হোসাইন
৪ / ৭
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টির পানি এখনো জমে আছে। অল্প বৃষ্টিতেই রাজধানীর ভাটারা এলাকার এই রাস্তায় পানি জমে যায়। মিশ্রিত হয় ময়লাযুক্ত ডাস্টবিনের পানি। জনসাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। শহীদ রায়হান রোড, ভাটারা, রাজধানী, ৩১ মে
ছবি: শফিক খান
৫ / ৭
দুরন্ত শৈশবের রঙে মেতে উঠেছে শিশুরা। গণস্বাস্থ্য কেন্দ্র, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাহমিদ হাসান
৬ / ৭
মাত্র ১০০ টাকায় সিরাজগঞ্জের স্মার্ট ট্যুরিজম আয়োজন করেছিল ছুটির দিনের ভ্রমণ। ভ্রমণ বিরতির একপর্যায়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে আয়োজিত হয়েছিল বেলুন ফোটানোর প্রতিযোগিতা। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে মুখর ছিল পরিবেশ। মনে হচ্ছিল সবাই যেন একই পরিবারের সদস্য। ছবিটি ৩১ মে তোলা
ছবি: মো: নাজমুল হাসান সেখ
৭ / ৭
স্মৃতি স্মরণীয় রাখতে প্রবীণদের বিদায়। আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার (৩০ মে) বিভাগে শেখ রাসেল হলে
ছবি: রানা আহম্মেদ অভি