পাঠকের ছবি

১ / ৮
পাখি আমার একলা পাখি। উত্তর খান, ঢাকা, ২ জানুয়ারি ২০২৪
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৮
কুয়াশাচ্ছন্ন সকালে ধান নিয়ে বাড়িতে ফিরছেন একজন। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২ জানুয়ারি ২০২৪
ছবি: মো. ফরহাদুজ্জামান
৩ / ৮
ফিঙের জন্য শর্ষেখেতে যেন উৎসবের মুহূর্ত। অসংখ্য প্রজাপতি তাদের খাবার হিসেবে উড়ে বেড়াচ্ছে নাগালের মধ্যেই। শুধু প্রজাপতিই নয়, নাম না জানা আরও অনেক পোকার বসত শর্ষেখেতজুড়ে। ছবিটি ২ জানুয়ারি বিকেলে নওগাঁ সদর থেকে তোলা
ছবি: শামীনূর রহমান
৪ / ৮
সূর্যাস্তের গল্প। আলাউদ্দীন পার্ক, কুষ্টিয়া, ৩০ ডিসেম্বর, ২০২৩
ছবি: ইত্তেফা জাহান
৫ / ৮
কুয়াশায় মোড়ানো সকালে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করার দৃশ্য। বালিহুদা, জীবননগর, চুয়াডাঙ্গা, ১ জানুয়ারি
ছবি: মো. শাহিন রেজা
৬ / ৮
চারিতে খড়-ভুষি খেতে দেওয়া হয়েছে গবাদিপশুকে। শিমলাপাড়া, গোপালপুর, টাঙ্গাইল, ৩০ ডিসেম্বর
ছবি: রবিউন নাহার তমা
৭ / ৮
বর্ষা মৌসুম বাদে সারা বছরই সুপেয় পানির সংকটে ভুগতে হয় সুন্দরবনের কোলঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় মানুষদের। একটু খাবার পানির জন্য ছুটে যেতে হয় দূরদূরান্তে। সকাল সকাল কলস নিয়ে পানি আনতে বেরিয়েছেন এক নারী। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
৮ / ৮
‘ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ’। উত্তর খান, ঢাকা, ২ জানুয়ারি ২০২৪
ছবি: মো. ইয়াকুব আলী