পাঠকের ছবি

১ / ৭
কুয়াশার মধ্যে ইরি ধান রোপণের জন্য জমির আইল প্রস্তুত করছেন রহিম আলী। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
২ / ৭
অবারিত সবুজ আর মুক্ত জলাশয়। দূরে শহর দেখা যায়। কাওলা, নামাপাড়া, ঢাকা, ৩০ ডিসেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৭
সদ্য মাথা তুলে দাঁড়িয়েছে পালংশাকের চারা। শিমলাপাড়া, গোপালপুর, টাঙ্গাইল, ৩০ ডিসেম্বর
ছবি: রবিউন নাহার তমা
৪ / ৭
বরবটির ফুল অতীব সৌন্দর্যের অধিকারী। যদিও অনেকেই এই ফুলের সঙ্গে শিম ফুলের অনেক মিল খুঁজে পান। এমনকি বরবটির পাতার সঙ্গেও একই ঘটনা ঘটে। ছবিটি রাজধানীর মিরপুর কাজীপাড়া থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৭
আমরা সবাই ফাউন্ডেশন অসহায় শীতার্ত মায়েদের উষ্ণতা উপহার (কম্বল) প্রদান করেছে। গত ৩১ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর জাকির হোসেন রোডের আমরা সবাই ফাউন্ডেশন স্কুলে উপহার প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শতাধিক মাকে কম্বল উপহার দেওয়া হয়
ছবি: সালাম মাহমুদ
৬ / ৭
গাছে ধরেছে শীতকালের নতুন বেগুন। শিমলাপাড়া, গোপালপুর, টাঙ্গাইল, ৩০ ডিসেম্বর
ছবি: রবিউন নাহার তমা
৭ / ৭
ইংরেজি নববর্ষের প্রথম দিন দেশব্যাপী চলেছে ‘বই উৎসব’। উৎসবের অংশ হিসেবে সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ‘মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ সকাল সাড়ে ১০টা হতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। নতুন বই পেয়ে উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। স্কুলের বারান্দায় নতুন বইয় খুলে দেখছে দুই সহপাঠী
ছবি: মো. ফরহাদুজ্জামান