বাংলাদেশের গ্রামগঞ্জের মতো অস্ট্রেলিয়ার পাড়ায় পাড়ায় এই আইসক্রিম ভ্যানগুলো ঘোরাফেরা করে। এতে একটা বিশেষ ধরনের ঘণ্টা টুংটাং করে বাজতে থাকে। যেটা শুনে শিশু–কিশোররা বুঝতে পারে পাড়ায় আইসক্রিম ভ্যান এসেছে। এরপর দলে দলে গিয়ে মালাই কিনে খায়। আসলে বিশ্বের সবখানেই ঐতিহ্যগুলোর রূপ একই। হাওয়ার্ড পার্ক, গ্রেগরি হিলস সাবার্ব, সিডনি, অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর।ছবি: মো. ইয়াকুব আলী