পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সময়ের সঙ্গে ঘড়ির কাঁটা ঘুরলেও টানাপোড়েন সংসারের চাকা ধীরগতিতেই চলে ধোপা খোকন রাড়ীর। বাংলাবাজার, হাইমচর, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আল আমিন
২ / ৮
নওগাঁয় বিস্তীর্ণ মাঠজুড়ে বাতাসে দোল খাচ্ছে পাকা আমন ধান। ছবিটি নওগাঁ সদর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৩ / ৮
শিশিরস্নাত স্নিগ্ধ সকাল। কাজীপুর, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আনোয়ার হোসেন মাসুম
৪ / ৮
শিশির। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ১৯ অক্টোবর
ছবি: নাঈমুর রহমান সুজন
৫ / ৮
দুপুরের বৃষ্টি পর জলাবদ্ধতার তৈরি হয়েছে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায়। জনসাধারণের চলাচলে তৈরি হয়েছে ভোগান্তি।‌ দুর্ভোগ পেরিয়েই গন্তব্যে ছুটছে মানুষ। ছবিটি ১৮ অক্টোবর দুপুরে তোলা
ছবি: মো. বোরহান উদ্দিন
৬ / ৮
বাংলাদেশের গ্রামগঞ্জের মতো অস্ট্রেলিয়ার পাড়ায় পাড়ায় এই আইসক্রিম ভ্যানগুলো ঘোরাফেরা করে। এতে একটা বিশেষ ধরনের ঘণ্টা টুংটাং করে বাজতে থাকে। যেটা শুনে শিশু–কিশোররা বুঝতে পারে পাড়ায় আইসক্রিম ভ্যান এসেছে। এরপর দলে দলে গিয়ে মালাই কিনে খায়। আসলে বিশ্বের সবখানেই ঐতিহ্যগুলোর রূপ একই। হাওয়ার্ড পার্ক, গ্রেগরি হিলস সাবার্ব, সিডনি, অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর।
ছবি: মো. ইয়াকুব আলী
৭ / ৮
দীর্ঘদিন পর ভাঙা রাস্তা পিচ করা হচ্ছে। এতে বেজায় খুশি এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। তবে রাস্তার পাড় ভাঙার এই দৃশ্য দেখে মানুষের মনে রাস্তার কাজ হওয়ার আনন্দটাকে ভেস্তে দিয়েছে। সবার মনে একই প্রশ্ন—‘এই পাড় এখন ভরাট করবে কে? যেখানে ফেলে রাখা ভাঙা রাস্তা পিচ করতেই দুই বছরের বেশি সময় লেগে গেল, সেখানে এই পাড় ভাঙা আটকাতে কর্তৃপক্ষ নিজ থেকে কোনো উদ্যোগ নেবে তো?’ তা না হলে এই পাড় ভেঙে ভেঙে নতুন রাস্তা ভাঙতে খুব একটা সময় নেবে বলে মনে হয় না। এ রাস্তা ভাঙন ধরলে আবার সেই দুর্ভোগ পোহাতে হবে। ছবিটি ১৮ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালের পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পসংলগ্ন রাস্তা থেকে ছবিটি তোলা
ছবি: জীবন পাল
৮ / ৮
ঋতু পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে পরিবর্তন হচ্ছে প্রকৃতির চেহারা। ছবিটি রাজধানীর বনানী এলাকা থেকে সকাল পৌনে ৮টার দিকে তোলা।
ছবি: নুহাস খান