পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মাঝখানে খাওয়ার বিরতি দিয়ে আবার চলছে ধান রোপণের কাজ। যে ধান এই ভাদ্র মাসে রোপণ করলে অগ্রহায়ণ মাসে ঘরে তোলার উপযোগী হয়ে থাকে। দুজন পুরুষ আর চারজন নারী গল্প করতে করতেই ধানের চারা রোপণ করে যাচ্ছেন। এটাই যেন এই ধান রোপণের উপযুক্ত সময়। গত শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরীপাড়াসংলগ্ন ফুলছড়া এলাকা থেকে তোলা ছবি
ছবি: জীবন পাল
২ / ৮
কাপ্তাই, রাঙামাটি, ১৭ আগস্ট
ছবি: তানঝিম আরা ইঝুম
৩ / ৮
‘সাময়িক নয়, স্থায়ী সমাধান’—এ স্লোগান সামনে রেখে রাজধানীর উত্তরাজুড়ে শতাধিক দোকানে ময়লা রাখার বিন সরবরাহ করেছে রাজধানীর উত্তরার রাজউক কলেজের শিক্ষার্থীরা। তিন দিনব্যাপী এ কার্যক্রম চলে ১৭ আগস্ট পর্যন্ত। এ কার্যক্রমের আওতায় উত্তরার আজমপুর, হাউসবিল্ডিং, রাজলক্ষ্মী, লেকপাড়, ১২-১৩–এর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ফুচকা, ঝালমুড়ি ও মুদিদোকানে ময়লা রাখার বিন সরবরাহ করা হয়। এসবের মধ্যে বেশির ভাগ দোকানেই আগে কোনো ময়লার বিন ছিল না
ছবি: সাফায়েত হোসাইন
৪ / ৮
জমিতে কীটনাশক দিচ্ছেন কৃষক। লালপুর, নাটোর, ১৮ আগস্ট
ছবি: সজল কুমার
৫ / ৮
যখন সূর্য ডোবে। যশোর, ১৮ আগস্ট
ছবি: আরাফাত হোসেন
৬ / ৮
কাপ্তাই, রাঙামাটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানঝিম আরা ইঝুম
৭ / ৮
রাজধানীজুড়ে তীব্র যানজট। রাস্তায় ও উড়ালসড়কের ওপরেও গাড়ির সারি। মৌচাক মোড়, মালিবাগ, ঢাকা, ১৮ আগস্ট
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৮
দেয়ালে দেয়ালে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বারতা। নতুন স্বাধীনতার চেতনা ধরে রাখতে তারুণ্যের গ্রাফিতি অঙ্কন এখনো চলছেই। ছবিটি রাজধানীর মিরপুর-১৩ এলাকা থেকে ১৮ আগস্ট তোলা
ছবি: মো. রায়হানুল হক