‘সাময়িক নয়, স্থায়ী সমাধান’—এ স্লোগান সামনে রেখে রাজধানীর উত্তরাজুড়ে শতাধিক দোকানে ময়লা রাখার বিন সরবরাহ করেছে রাজধানীর উত্তরার রাজউক কলেজের শিক্ষার্থীরা। তিন দিনব্যাপী এ কার্যক্রম চলে ১৭ আগস্ট পর্যন্ত। এ কার্যক্রমের আওতায় উত্তরার আজমপুর, হাউসবিল্ডিং, রাজলক্ষ্মী, লেকপাড়, ১২-১৩–এর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ফুচকা, ঝালমুড়ি ও মুদিদোকানে ময়লা রাখার বিন সরবরাহ করা হয়। এসবের মধ্যে বেশির ভাগ দোকানেই আগে কোনো ময়লার বিন ছিল নাছবি: সাফায়েত হোসাইন