পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
রেলক্রসিংয়ের এক পাশের যানবাহন নিয়ন্ত্রণ প্রতিবন্ধক লাল-সাদা খুঁটি (গেট) বিকল। যানবাহন ও পথচারীরা উল্টো পাশের প্রতিবন্ধক দেখে ও ট্রেন আসার শব্দ শুনে চলাচল করেন। জয়নাল মার্কেট, উত্তরার ৬ নম্বর সেক্টর, ঢাকা, ১৯ এপ্রিলছবি: সাজ্জাদুর রহমান
২ / ৮
দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষক-কৃষাণীরা। কোথাও কোথাও জমিতেই চলে ধান সেদ্ধসহ শুকানোর কাজ। শুক্রবার (১৯ এপ্রিল) গাজীপুর সদর উপজেলার বিল এলাকা কেশরিতা গ্রামে চোখে পড়ে ধানি জমির এক কোনায় পরিবাবের সদস্যরা মিলে মহা আনন্দে নতুন ধান সেদ্ধ করছেন বড় পাতিলে। এ যেন দীর্ঘ কয়েক মাসের প্রতিক্ষার অবসানছবি: দীন মোহাম্মদ দীনু
৩ / ৮
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। শেষ ভরসা তরুছায়া। ভয়াবহ গরমে প্রশান্তির খোঁজে ছেলে-বুড়ো সবাই জড়ো হয়েছেন বটগাছতলায়। ছবিটি ঢাকার সাভার ঘোড়াপীর মাজার এলাকা থেকে ১৯ এপ্রিল তোলা।ছবি: তাহমিদ হাসান
৪ / ৮
প্রচণ্ড দাবদাহে অস্বস্তিতে জনজীবন। নদী কিংবা পুকুরে বিরামহীন গোসলে ক্লান্তি নেই কারোরই। সব বয়সের মানুষ মেতে উঠেছেন সাঁতারে। ছবিটি ভোলার দৌলতখান উপজেলা পরিষদের পুকুরঘাট থেকে সম্প্রতি তোলা।ছবি: মো. রায়হানুল হক
স্বচ্ছ পানিতে গোল্ডফিশের ছড়াছড়ি। ছবিটি সম্প্রতি রংপুর চিকলি বিলে বিনোদন পার্কে তোলাছবি: আবু হাসান
৭ / ৮
প্রচণ্ড দাবদাহে দাঁড়িয়ে ঘামে ভেজা শরীরে যাত্রীর জন্য অপেক্ষা রিকশাচালকদের। পরিবারের সুখের জন্য গরমের অস্বস্তিকর অনুভূতি তাঁদের কাছে যেন তুচ্ছ। বিএনএস পদচারী-সেতুর পাশে, উত্তরা, ঢাকা, ১৯ এপ্রিলছবি: সাজ্জাদুর রহমান
৮ / ৮
208. সূর্যোদয় আর প্রকৃতির মাঝে এক মাঝিবিহীন নৌকা। ধানমন্ডি লেক, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মাসফিক হোসেন আরিক