পাঠকের ছবি (১৩ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
‘রোজা মাল্টিফ্লোরা’ বা পলিয়ান্থা রোজ, যা বাংলায় হাজারি গোলাপ নামে পরিচিত। এশিয়াতে এই গুল্ম প্রজাতির উৎপত্তি। গৃহের সৌন্দর্যবর্ধনকারী হিসেবে আমাদের দেশে এই উদ্ভিদ সুপরিচিত হলেও এটি উত্তর আমেরিকায় মূলত ‘আগ্রাসী প্রজাতি’ হিসেবে বিবেচ্য, যা কিনা বাস্তুতন্ত্র ও জৈব অঞ্চলের ওপর বিরূপ প্রভাব ফেলে। ফ্যালকন নার্সারি, আগারগাঁও, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
২ / ৭
খড়িবাহী (লাকড়ি) নৌযান। ইঞ্জিনচালিত এই ছোট নৌযানগুলোই নৌপথের মধ্যবিত্ত বাহন। নৌ পথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অর্থনীতিকে বহন করে এরা। বুড়িগঙ্গা, সদরঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৩ / ৭
ইতিহাসখ্যাত বল্লাল সেনের মায়ের নামে কাটানো দীঘিটি স্মৃতিবিজড়িত কালের সাক্ষী হয়ে এখন দাঁড়িয়ে আছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল এলাকায় বল্লাল সেনের রাজত্বকালে দীঘিটি কাটানো হয়। দীঘিতে বর্ষায় পানি থাকলে শীত মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। তখন সেখানে কৃষকেরা নানা ধরনের শীতের সবজি চাষ করে থাকেন
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৭
গন্তব্যে ফেরা নৌযান। লালকুঠি ঘাট, সদরঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. আল-আমীন মাসুদ
৫ / ৭
প্রকৃতি। মোহনপুর, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: খন্দকার শাকিল
৬ / ৭
এখন রাজশাহীর অন্যতম জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি টি-বাঁধ। এলাকাটি শিমুল ফুলে ছেয়ে গেছে। অনেকেই আসেন ঘুরতে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খন্দকার শাকিল
৭ / ৭
বসন্তের স্নিগ্ধ সুন্দর ঝলমলে সকাল। মোহনপুর, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খন্দকার শাকিল