‘রোজা মাল্টিফ্লোরা’ বা পলিয়ান্থা রোজ, যা বাংলায় হাজারি গোলাপ নামে পরিচিত। এশিয়াতে এই গুল্ম প্রজাতির উৎপত্তি। গৃহের সৌন্দর্যবর্ধনকারী হিসেবে আমাদের দেশে এই উদ্ভিদ সুপরিচিত হলেও এটি উত্তর আমেরিকায় মূলত ‘আগ্রাসী প্রজাতি’ হিসেবে বিবেচ্য, যা কিনা বাস্তুতন্ত্র ও জৈব অঞ্চলের ওপর বিরূপ প্রভাব ফেলে। ফ্যালকন নার্সারি, আগারগাঁও, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: রবিউন নাহার তমা