পাঠকের ছবি (৫ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
একসময় দেশের আলুর চাহিদার অনেকাংশ মুন্সিগঞ্জ জেলায় উৎপাদিত হতো। দেশের বিভিন্ন জেলার মানুষ দল বেঁধে এখানে আসতেন আলুর জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে। তাঁরাই দেশের সর্বত্র আলুর চাষ ছড়িয়ে দিয়েছেন। এখন উত্তরাঞ্চলসহ সব জেলাতেই কমবেশি আলুর চাষ হয়ে থাকে। এ বছর আলুর দরপতনের কারণে এ জেলার অনেক জমির আলু এখনো উত্তোলন শুরু হয়নি। হিমাগারগুলোও খালি নেই। তাই আলুচাষিদের সামনে যে আরও দুর্ভোগ-দুর্বিপাকে পড়তে হবে, তা অনেকটা নিশ্চিত। দেশের আলু রপ্তানি করেই রাষ্ট্র কৃষকদের বাঁচাতে পারে। আলুর জমিটি মুন্সিগঞ্জ সদর থানার মিরকীপাড়া এলাকা থেকে তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৭
রমজানে শসার দাম প্রায় ৫০ টাকায় পৌঁছানোর কারণে অনেকেই বিকল্প হিসেবে ২০ টাকা কেজি দরে ক্ষীরা কিনছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেছে বেছে ক্ষীরা নিচ্ছেন, যা ইফতারের জন্য বেশ চাহিদাসম্পন্ন হয়ে উঠেছে। ছবিটি সিরাজগঞ্জের বাজার ভদ্রঘাট থেকে গত ৩ মার্চ তোলা
ছবি: মো. নাজমুল হাসান সেখ
৩ / ৭
ইনানী সমুদ্রসৈকতে সূর্যাস্ত। কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানজিদ শুভ্র
৪ / ৭
পশ্চিম আকাশে সূর্যের বিদায় বেলায় একটি গ্রামীণ বিকেল। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৭
মুকুল থেকে উঁকি দিচ্ছে আমের গুটি। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে ৪ মার্চ তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৬ / ৭
ফুটপাতে ঘুমিয়ে থাকা ছেলেটি, বিজ্ঞাপনে লেখা স্বপ্নের পৃথিবী থেকে বহু দূরে। মহাখালী, ঢাকা, ৫ মার্চ (সময়: ১২.৩২ মিনিট)
ছবি: মো. রাব্বি
৭ / ৭
মানুষ রক্ত-মাংসে গড়া, সবাই এক কাঁটাতারের বেড়া দিয়েছে যত ভেদাভেদ স্বার্থপর রাজার দল বাধায় যুদ্ধ, আমজনতার হয় প্রাণান্ত! জাফলং সীমান্ত, সিলেট
ছবি: রবিউন নাহার তমা