পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
পানিতে নয়, মাটিতে বিশ্রাম। শ্রাবণের সকালে জলজ জীবন থেমে আছে প্রান্তিক কোনো গ্রামে। ছবিটি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে তোলাছবি: সূর্য দাস
২ / ৮
লালসালু কাপড়ে মোড়ানো বড় সিলভারের পাতিলে বরফের আড়ালে রাখা হয়েছে কুলফি। বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের এটি একটি অন্যতম জনপ্রিয় খাবার। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন মেলার মাঠ থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
কুষ্টিয়ার খোকসায় ইউটিউব ভিলেজ পার্কে আছে এই দৃষ্টিনন্দন খুদে ছাতা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মোতাহার হোসেন
নীল আকাশে মেঘেদের মুক্ত খেলা—প্রকৃতির এক নির্ভার গল্প। ছবিটি ঝিনাইদহ থেকে সম্প্রতি তোলাছবি: শেখ সুলতানা সুখী
৬ / ৮
প্রকৃতির প্রেমপত্র-পাহাড়ের বুক চিরে পাশাপাশি ঝরে পড়ছে জোড়া জলপ্রপাত, শান্তি আর সৌন্দর্যের অনন্য এক সম্মিলন। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা থেকে তোলাছবি: সূর্য দাস
৭ / ৮
সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ‘ব্লু ল্যাম্প’। ভোল্ট ব্যাটারির প্লেট বা সিসা গলানোর কাজ তথা মেরামতের কাজে ব্যবহার হতো এই যন্ত্রটি। সভ্যতার এই অত্যাধুনিক যুগে বিদ্যুতের ঝলকানি ও আধুনিক মেশিনে ব্যাটারি তৈরির ফলে হাতে ব্যাটারি বানানোর কারিগরও বিলুপ্ত প্রায়। ছবিটি ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট বাজার থেকে সম্প্রতি তোলাছবি: সীমান্ত হেলাল
৮ / ৮
ভোরের আলো ফুটতে শুরু করেছে। অল্প সময় পরে চাঁদ বিদায় নেবে। নতুন একটি দিনের শুরু। টিএন্ডটি এলাকা, পৌরসভা, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: হাসান ইমাম