পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে রাজধানীতে আসছে কোরবানির গরু। ছবিটি সম্প্রতি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত মুক্তারপুর ব্রিজ থেকে তোলা। ধলেশ্বরী নদী, মুক্তারপুর ব্রিজ, মুন্সিগঞ্জ, ১৪ জুন
ছবি: মো. রায়হানুল হক
২ / ৮
দীর্ঘদিনের পুরোনো একটি জিপ গাড়ি। ছবিটি সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ আবাসিক এলাকা থেকে তোলা
ছবি: জিহাদ হোসেন রাহাত
৩ / ৮
সাঁতারের উল্লাসে, শৈশবের আনন্দ। গরমের দাবদাহ অস্বস্তিকর হলেও নদীর তীরে ঝাপাঝাপির স্বস্তিতে মশগুল একদল শিশু। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের অভয় মিত্র ঘাট থেকে তোলা।
ছবি: তারানা তানজিনা মিতু
৪ / ৮
গাছে বসা কয়েক প্রজাতির পাখির ছবি তোলার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকাকালে একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ মে
ছবি: ইয়াসির আরাফাত বর্ণ
৫ / ৮
কোরবানির পশু জবাই ও কাটাকাটির কাজে ছুরি ও চাপাতির সঙ্গে প্রয়োজন হয় গাছের শক্ত গুঁড়ি কেটে বানানো খাইট্টা। ঈদ উপলক্ষে বাজারে এ ধরনের একেকটি খাইট্টা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৮০০ টাকায়। খাইট্টা কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ছবিটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার এলাকা থেকে ১৫ জুন তোলা
ছবি: আব্দুল্লাহ আল মারুফ
৬ / ৮
দিলাম তোরে ছুটি, ভালো থাকিস লালু। সানন্দা গরুর বাজার, কুমিল্লা, ১৫ জুন
ছবি: আব্দুল্লাহিল মারুফ
৭ / ৮
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) উদ্যোগে ভাবশিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৯টায় সাতক্ষীরার শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন
ছবি: এম এ আলিম খান
৮ / ৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি রয়েছে। উপজেলায় কোরবানির পশুর হাট রয়েছে ৫টি। যার মধ্যে শ্রীমঙ্গল পৌরসভা, সিন্দুরখান, মির্জাপুর, ধোবারহাট ও ভৈরব বাজার। ছবিটি আজ রোববার (১৬ জুন) সাগরদীঘিরপারের গরুর বাজার থেকে তোলা
ছবি: জীবন পাল