পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
আজ বুধবার বিশ্ব ডেন্টিস্টস ডে। দিবসটি উপলক্ষে বেসরকারি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেছে। মগবাজার, ঢাকা, ৬ মার্চ
ছবি: আয়েশা রশিদ
২ / ৯
পড়ন্ত বিকেলের আলোয় শিমগাছের ফুল। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে মানিকগঞ্জ থেকে
ছবি: মো. বিল্লাল হোসেন
৩ / ৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চলছে। সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ড. মোহাম্মদ এম এ ওয়াজেদ মিয়া ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ মার্চ
ছবি: সূর্য দাস
৪ / ৯
প্রকৃতিতে পলাশ ফুল জানান দিচ্ছে বসন্ত সমাগত। গাছে গাছে অসংখ্য পলাশ ফুল যেন বসন্তের প্রাণ, কোকিলের সুখ। গাছ থেকে পলাশ ফুল ঝরে পড়লেই মনে হয়, এই বুঝি অগ্নি ঝরে পড়ছে। কালুরঘাট, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তারানা তানজিনা মিতু
৫ / ৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা সাধারণ শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের তথ্য দিয়ে সহযোগিতা এবং কেন্দ্রে প্রবেশে সহযোগিতা করছেন রাবি ‘পিডিএফ’ ইউনিট। ড. মোহাম্মদ এম এ ওয়াজেদ মিয়া ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ মার্চ
ছবি: সূর্য দাস
৬ / ৯
পড়ন্ত বিকেলের আলোয় শিমগাছের ফুল। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে মানিকগঞ্জ থেকে
ছবি: মো. বিল্লাল হোসেন
৭ / ৯
রুবেল শেখ। জীবনের তাগিদে ফেরি করে মালাই কুলফি বিক্রি করেন। দিনে তিন হাজার টাকার মালাই বিক্রি হয় তাঁর। থাকেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকায়। ছবিটি এলাকার মুড়াপাড়া মঠের ঘাট থেকে ৫ মার্চ তোলা
ছবি: রাসেল আহমেদ
৮ / ৯
চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সবুজে ঘেরা গ্রামীণ সড়ক পেরিয়ে দেখা মিলবে আকিলপুর সমুদ্রসৈকত। যে সমুদ্রসৈকত এখনো অনেকের কাছে অজানা। তবে বর্তমানে এই সৈকতে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে অনেকেই ছুটে আসছে দূরদূরান্ত থেকে। ছবিটি মঙ্গলবার সন্ধ্যায় তোলা
ছবি: সাফিনাতুন জাহান সাবরিন
৯ / ৯
নেদারল্যান্ডসকে অনেকে বাইসাইকেলের দেশ বলেন। বাইসাইকেল ও ফুলের শহর দেশটির নাইমিখেন। নাইমিখেন সেন্ট্রালের সামনে বাইসাইকেল পার্কিং। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাহাবুদ্দিন শুভ