পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
এসির যুগে হাতপাখা বিলুপ্ত এমনটা কিন্তু নয়। গরমের প্রশান্তি হাতপাখার ঐতিহ্যবিলাস করতে পছন্দ করেন এখনো অনেকেই। চলছে জমজমাট বিকিকিনিও। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা উপলক্ষে বৈশাখী মেলা, ২৬ এপ্রিল
ছবি: তারানা তানজিনা মিতু
২ / ৮
তারা খুশি থাকলেই সবার ক্ষুধা মিটবে...। আদমদীঘি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৩ / ৮
নাগরিক জীবনের সকালে কৃষ্ণচূড়ার সৌন্দর্য। ভিক্টোরিয়া পার্ক, ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: সুদীপ সাহা
৪ / ৮
প্রচণ্ড গরমে পানির দেখা পেয়েই একজন রিকশাচালক স্বস্তির আশায় পা ভিজিয়ে নিচ্ছেন। ঈশাখাঁ অ্যাভিনিউ, উত্তরা, ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: সাজ্জাদুর রহমান
৫ / ৮
ছানা থেকে মিষ্টি হয়। কিন্তু মিষ্টি তৈরির কৌশল, প্রক্রিয়া ও উপকরণের তারতম্যের কারণে স্বাদে ভিন্নতা আসে। সুস্বাদু এই মিষ্টি তৈরিতে ব্যস্ত কারিগরেরা। ছবিটি সম্প্রতি ঢাকার দোহারের নারিশা বাজার থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
গরমে স্বস্তি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুর থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: জিহাদ হোসেন রাহাত
৭ / ৮
গরমে ডাবের প্রচুর চাহিদা। ফুটপাত যেন এখন ডাবের হাট। বিএনএস, উত্তরা, ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: সাজ্জাদুর রহমান
৮ / ৮
হাওর এলাকায় শুকনা মৌসুমে ভুট্টা চাষ। জয়শ্রী হাওর এলাকা, ধর্মপাশা, সুনামগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মিল্টন