পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
আকাশজুড়ে কাজল মেঘের সাজুগুজু, এই বুঝি অঝোরে নামবে। এরই মধ্যে গন্তব্যপানে আপনমনে ছুটছে ঝকঝকাঝক ঢাকাগামী ট্রেন। ছবিটি সম্প্রতি নরসিংদীর ঘোড়াশাল থেকে তোলা
ছবি: মাহমুদুল হক হাসান
২ / ৭
এ সড়কের জন্য এই দৃশ্য চিরচেনা। দিনের শুরু থেকে রাত হওয়া পর্যন্ত চিত্রটা প্রায় এ রকমই থাকে। সব রকমের বাজার হওয়ায় মানুষের সঙ্গে মালামাল পরিবহনের চাপ থাকাটা স্বাভাবিক। তবে শৃঙ্খলা না থাকার কারণে পুরো রাস্তায় যানজট লেগেই থাকে। এর ফলে এ সড়ক থেকে বের হতে লেগে যায় অনেক সময়। গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজার এলাকা থেকে তোলা
ছবি: জীবন পাল
৩ / ৭
সন্ধ্যা নদীর পাড়ে। বানারীপাড়া, বরিশাল। সম্প্রতি তোলা
ছবি: খালেদ মাহমুদ ইমরান
৪ / ৭
বর্ষায় হাওরের সৌন্দর্য। সম্প্রতি তোলা
ছবি: ইলিয়াস মাহমুদ
৫ / ৭
বরিশাল থেকে ভোলার পথে। কালাবদর নদ, ২৬ জুন
ছবি: নুরুল ইসলাম
৬ / ৭
খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। স্বচ্ছ জলের শীতল পানির এ নদ ভারতের মেঘালয় রাজ্যে ডাউকি নদী এবং বাংলাদেশের সিলেটে পিয়াইন নদ হিসেবে পরিচিত। দুই দেশের ভ্রমণপিপাসু দর্শনার্থীরা নির্বিঘ্নে এর সৌন্দর্য অবলোকন করতে পারেন। সম্প্রতি তোলা
ছবি: ইয়াসির আরাফাত
৭ / ৭
রাতের শহরের অলিগলির কৃত্রিম নিয়ন আলো ছাপিয়ে জনপদের মাথার ওপর এক টুকরা নীল আকাশ। কক্সবাজার। সম্প্রতি তোলা
ছবি: মোজাহিদুল ইসলাম নীরব