বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের গ্রাম ক্রাংসিপাড়া। আলীকদম বাজার থেকে অর্ধেক পথ যেতে হয় নৌকায়, বাকি অর্ধেক হেঁটে। কিন্তু আমরা যেদিন যাই, সেদিন পানি কম থাকায় নৌকা যেতে পারেনি। অগত্যা সবটুকু রাস্তা হেঁটেই যেতে হয়েছে। এই গ্রামে বসবাস করে ২৪টি ম্রো পরিবার। আমাদের বন্ধু ইয়াংগান ম্রোর সঙ্গে কয়েক দিন আগে ঘুরে এলাম শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে থাকা এই সুন্দর ম্রো গ্রামটি।