তাদের সকাল শুরু হয় মিষ্টি রোদের ভালোবাসার ছোঁয়ায়। তাদের হাতেও অনেকগুলা মিষ্টির প্যাকেট (হাওয়াই মিঠাই)। এরা মিষ্টির প্যাকেট হাতে বাচ্চা থেকে শুরু করে সবার মুখ মিষ্টি করাতে ব্যস্ত। কোনো কাজই ছোট নয়। আপনি যদি ছোট কোনো কাজকে ভালোবাসেন, সেই কাজই অন্যের মুখের হাসির কারণ হয়ে উঠবে। মহাখালী, ঢাকাছবি: নিলয় কুমার পাল