পাঠকের ছবি

১ / ৮
এই প্রচণ্ড শীতের সকালে রিকশা নিয়ে বের হয়েছেন। অনেকেই আবার সে সময় গভীর ঘুমে, গায়ে কম্বল দিয়ে। কিন্তু ওনার তো সে সুযোগ নেই। কারণ, দিন শেষে খাবার নিয়ে যেতে হবে। ছবিটি মৌলভীবাজারের মনু ব্রিজের ওপর থেকে সম্প্রতি তোলা
ছবি: মান্না দাস
২ / ৮
দিনাজপুরের বুক চিরে বিশ্ববিদ্যালয়ের লাল-সবুজ ও আকাশি-বেগুনি বাসগুলো কেবল শিক্ষার্থী পরিবহন করে দাপিয়েই বেড়ায় না, স্বপ্নও ফেরি করে বেড়ায়। যখন রাস্তায় চলে, তখন কিশোর-কিশোরীর মনে স্বপ্ন জাগায়; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রেরণা জোগায়
ছবি: আজিজুর রহমান
৩ / ৮
শীতের সকালে উষ্ণতার খোঁজে সূর্যের মিষ্টি রোদে তাদের দলবদ্ধ অবস্থান গ্রহণ। ছবিটি নওগাঁ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৪ / ৮
কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী নদীবন্দর এটি। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে এ বন্দর আয়তনে খুব একটা বড় নয়। কিন্তু স্থানীয়ভাবে ব্যবসায় এবং পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা এ বন্দরের। পাশেই নদ পার হওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা। আছে নদীর অপরিহার্য অনুষঙ্গ চিলও। এ যেন নামের সঙ্গে মণিকাঞ্চনযোগ। ছবিটি সম্প্রতি চিলমারীর রমনাঘাট এলাকা হতে তোলা
ছবি: মাছুম কামাল
৫ / ৮
তাদের সকাল শুরু হয় মিষ্টি রোদের ভালোবাসার ছোঁয়ায়। তাদের হাতেও অনেকগুলা মিষ্টির প্যাকেট (হাওয়াই মিঠাই)। এরা মিষ্টির প্যাকেট হাতে বাচ্চা থেকে শুরু করে সবার মুখ মিষ্টি করাতে ব্যস্ত। কোনো কাজই ছোট নয়। আপনি যদি ছোট কোনো কাজকে ভালোবাসেন, সেই কাজই অন্যের মুখের হাসির কারণ হয়ে উঠবে। মহাখালী, ঢাকা
ছবি: নিলয় কুমার পাল
৬ / ৮
প্রাচীনতম পেশাগুলোর মধ্যে অন্যতম এটি। কামারেরা সাধারণত গৃহস্থালির কাজে ব্যবহার্য লৌহজাত সামগ্রী তৈরি করেন। ছবিটি চুয়াডাঙ্গার রায়পুর বাজার থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: মো. শাহিন রেজা
৭ / ৮
শর্ষে ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি নওগাঁ সদর মুরাদপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: মহারাজ
৮ / ৮
দেখতে শর্ষে ফুলের মতো হলেও শর্ষে ফুল নয়। ধীরে ধীরে বড় হচ্ছে মুলার বীজ। ছবিটি নওগাঁর বদলগাছী উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: মহারাজ