পাঠকের ছবি

১ / ১১
তীব্র কুয়াশা কনকনে শীতে কৃষক ভেড়ার পাল নিয়ে মাঠে যাচ্ছেন। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ১১
শেষ বিকেলের কুয়াশাচ্ছন্ন পশ্চিমাকাশে ২০২১ সালকে বিদায় জানাচ্ছে রক্তিম সূর্য, ৩১ ডিসেম্বর
ছবি: আহমেদ শাহীন
৩ / ১১
রাতের রাজধানী। নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: মোহাম্মদ রায়হান
৪ / ১১
শর্ষে খেত। পালশা, চাঁপাইনবাবগঞ্জ, ২৮ ডিসেম্বর
ছবি: ইনাত ফৌজিয়া রাখী
৫ / ১১
গত বছরের শেষ সূর্যাস্ত। রানীনগর, নওগাঁ, ৩১ ডিসেম্বর
ছবি: শামীনুর রহমান
৬ / ১১
কাছ থেকে যাকে ছোঁয়া অসম্ভব, দূর থেকে তাকে ছুঁয়ে ক্যামেরাবন্দী করার চেষ্টা। ছবিটি সম্প্রতি কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তোলা
ছবি: চিরঞ্জিত দাস
৭ / ১১
চারদিকে পাথর। একটু হাঁটলেই দেশের সীমানা শেষ। রয়েছে উঁচু–নিচু পাহাড়। পাহাড়ের চূড়ায় মেঘ আর কুয়াশার বসবাস। স্থানীয় লোকজনের কাছে জায়গাটা সাদাপাথর নামে অধিক পরিচিত হলেও আসল নাম ভোলাগঞ্জ। এটি একটি স্থলবন্দরও। বছরের বেশির ভাগ সময় এখানে পর্যটক আসেন। পর্যটনস্পট ও স্থলবন্দর হওয়ায় ব্যস্ত থাকে এই স্থান। সাদা রঙের ছোট–বড় অসংখ্য পাথর যেন জায়গাটাকে দান করেছে নিদারুণ সৌন্দর্য। সেই পাথরের বুকে জেগে উঠেছে প্রাণ। মাথা তুলে দাঁড়িয়েছে ছোট এক বৃক্ষলতা। ভোলাগঞ্জ (সাদাপাথর), সিলেট, ১৭ ডিসেম্বর
ছবি: দেলোয়ার হোসেন
৮ / ১১
প্রয়োজনে ফুল ব্যবহার করি। অপ্রয়োজনে ফুল নষ্ট না করি বরং ফুলকে বাঁচিয়ে আমাদের পরিবেশটা সৌন্দর্যমণ্ডিত করি। ছবিটি সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভুমুরিয়া গ্রাম থেকে তোলা হয়েছে
ছবি: হুসাইন আহমদ
৯ / ১১
ঝরে পড়া শিউলী, তবুও এরা রূপসী। ছবিটি সম্প্রতি সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে তোলা
ছবি: মোহাম্মদ রায়হান
১০ / ১১
মহান স্রষ্টার সৃষ্টির অপরূপ এক সৌন্দর্য মৌমাছি। পরিশ্রমী ও শৃঙ্খলার সঙ্গে কাজ করা প্রাণীর উৎকৃষ্ট উদাহরণ মৌমাছি। নতুন লার্ভার লালন–পালন, খাদ্য সংগ্রহ, সব মিলিয়ে সত্যিই মৌমাছির দাঁড়াবার সময় তো নেই। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে কুষ্টিয়ার রোজ হলি ডে পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে
ছবি: হাসানুর রহমান
১১ / ১১
দুটি পরিবারকে একই বন্ধনে আবদ্ধ করার নাম হচ্ছে বিয়ে। বিয়ের দ্বারা নিজেদের ভেতর ভিন্ন এক সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে ঢাকা জেলার সাভার উপজেলা থেকে
ছবি: উসমান বিন আবদুল আলিম