চারদিকে পাথর। একটু হাঁটলেই দেশের সীমানা শেষ। রয়েছে উঁচু–নিচু পাহাড়। পাহাড়ের চূড়ায় মেঘ আর কুয়াশার বসবাস। স্থানীয় লোকজনের কাছে জায়গাটা সাদাপাথর নামে অধিক পরিচিত হলেও আসল নাম ভোলাগঞ্জ। এটি একটি স্থলবন্দরও। বছরের বেশির ভাগ সময় এখানে পর্যটক আসেন। পর্যটনস্পট ও স্থলবন্দর হওয়ায় ব্যস্ত থাকে এই স্থান। সাদা রঙের ছোট–বড় অসংখ্য পাথর যেন জায়গাটাকে দান করেছে নিদারুণ সৌন্দর্য। সেই পাথরের বুকে জেগে উঠেছে প্রাণ। মাথা তুলে দাঁড়িয়েছে ছোট এক বৃক্ষলতা। ভোলাগঞ্জ (সাদাপাথর), সিলেট, ১৭ ডিসেম্বরছবি: দেলোয়ার হোসেন