বিজয়ের মাস উপলক্ষে কমলগঞ্জের পাত্রখোলা বাজারের অলিগলিতে হেঁটে হেঁটে লাল-সবুজের পতাকা বিক্রি করছেন এই ব্যক্তি। বিভিন্ন সাইজ ও মাপের লাল–সবুজের জাতীয় পতাকা ছাড়াও তাঁর কাছে রয়েছে হেড ও হ্যান্ডব্যান্ডসহ বিভিন্ন বিজয় দিবসের সামগ্রী। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা–বাগান বাজার থেকে তোলাছবি: সজীব দেবরায়
২ / ৬
কুয়াশাছন্ন ভোরে বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষক। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১১ ডিসেম্বরছবি: মাসুদার রহমান
৩ / ৬
নওগাঁতে এবার শিমের ভালো ফলন হয়েছে। পাইকারি দরে কিনে ভরা হচ্ছে বস্তায়। পাঠানো হবে ঢাকয়। ছবিটি সম্প্রতি নওগাঁ সদর উপজেলার চকআতিথা বাজার থেকে তোলাছবি: সবুজ সরকার
৪ / ৬
প্রতিবছরের মতো এবারও নওগাঁর বিস্তীর্ণ মাঠজুড়ে বীজ আলু রোপণ করা হয়েছে। ফলন ভালো পেতে খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। ছবিটি নওগাঁ বদলগাছী উপজেলার বালুভরা বাজার এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: মহারাজ
৫ / ৬
মেঘের ভেলাছবি: রুপক সাহা গৌরব
৬ / ৬
মাঠের পর মাঠ হলুদ রঙে ফুলে ফুলে ভরা খেত। ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি গত শনিবার দুপুরে নওগাঁ শহরের পার নওগাঁ পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তোলাছবি: শামীনূর রহমান