পাঠকের ছবি

১ / ৮
‘গ্রামের পথে গরুর গাড়ি, বউ চলেছে শ্বশুরবাড়ি’ কবিতার লাইনটি একসময় বাস্তব ছিল। কিন্তু এমন দৃশ্য এখন অবাস্তব ব্যাপার। গ্রামগঞ্জে এখন এমন গরুর গাড়ির দেখা পাওয়া খুবই দুষ্কর। ইট-পাথরের মতো মানুষও হয়ে পড়েছে যান্ত্রিক, মানুষ তার নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলছে। তারই ধারাবাহিকতায় একসময়ের ব্যাপক জনপ্রিয় গ্রামবাংলা ও বাঙালির ঐতিহ্য গরুর গাড়ি কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে। সম্প্রতি সাতক্ষীরা থেকে ফেরার পথে তালা উপজেলার মাগুরার মধ্যে হঠাৎ দেখা মেলে গরুর গাড়িটির
ছবি: রিয়াদ হোসেন
২ / ৮
স্থলপথে ঘোড়া দিয়ে সরাসরি মালামাল বহন করা হয়। আর নৌকা দিয়ে জলপথে। কিন্তু এ ছবিতে দেখা যাচ্ছে স্থলপথের বাহনের গাড়িতে জলপথের বাহন বহন করা হচ্ছে। নেত্রকোনার কলমাকান্দার আনন্দ ডিজিটাল মডেল স্কুলের সামনে থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৩ / ৮
রাজমিস্ত্রির জোগালির কাজ করেন তাঁরা। বাড়ি থেকে নিয়ে আসেন খাবার। একসঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছেন। ছবিটি সম্প্রতি রাজশাহীর পবা উপজেলার সন্তোষপুর এলাকা থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৪ / ৮
ফুল–পাতা এ যেন এক লাল-সবুজ পতাকার প্রতিচ্ছবি। ছবিটি গতকাল বুধবার বিকেলে নওগাঁ পার্ক রোডসংলগ্ন আঞ্চলিক সমবায় চত্বর থেকে তোলা
ছবি: শামীনূর রহমান
৫ / ৮
হলুদ প্রকৃতির মাঝে ঘুড়ি নিয়ে খেলছে দূরন্ত শিশুরা। ছবিটি সম্প্রতি নওগাঁ পৌরসভার ভবানীপুর থেকে তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৬ / ৮
শীতের মিঠা-কড়া রোদে নেট বিছিয়ে ধান শুকানোর উৎসব চলছে কিষানিদের ঘরে ঘরে। হাতিয়া, উলিপুর, কুড়িগ্রাম, ৮ ডিসেম্বর
ছবি: হারুন অর রশিদ
৭ / ৮
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
ছবি: প্লাবন শুভ
৮ / ৮
ছুটির দিনে বাবারা সন্তানের সঙ্গে নিবিড় সময় উদ্‌যাপন করছেন। হাতিরঝিল, ৩ ডিসেম্বর
ছবি: নওশের আহমেদ