‘গ্রামের পথে গরুর গাড়ি, বউ চলেছে শ্বশুরবাড়ি’ কবিতার লাইনটি একসময় বাস্তব ছিল। কিন্তু এমন দৃশ্য এখন অবাস্তব ব্যাপার। গ্রামগঞ্জে এখন এমন গরুর গাড়ির দেখা পাওয়া খুবই দুষ্কর। ইট-পাথরের মতো মানুষও হয়ে পড়েছে যান্ত্রিক, মানুষ তার নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলছে। তারই ধারাবাহিকতায় একসময়ের ব্যাপক জনপ্রিয় গ্রামবাংলা ও বাঙালির ঐতিহ্য গরুর গাড়ি কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে। সম্প্রতি সাতক্ষীরা থেকে ফেরার পথে তালা উপজেলার মাগুরার মধ্যে হঠাৎ দেখা মেলে গরুর গাড়িটিরছবি: রিয়াদ হোসেন