ওই দেখা যায় আকাশ, যার বুক চিরে যায় মেঘে। আকাশ মানেই বিশ্বভরা প্রাণ; সীমার মাঝে অসীম। শত কাজের মধ্যেও যখন আকাশের দিকে নজর পড়ে, তখন মন আনমনা হয়ে যায়। আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে, তখন সেই দৃশ্য সত্যিই লাগে অনির্বচনীয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, ১১ অক্টোবরছবি: সিনথিয়া সুমি