পাঠকের ছবি

১ / ৭
পাহাড়ি মানুষেরা খুব পরিশ্রমী। তাঁরা সকালে উঠে দূরদূরান্তে কাজে চলে যান। আবার বিকেল হলেই ফিরে আসেন বাসায়। প্রচণ্ড গরম বা শীতে এই রুটিনের কোনো ব্যতিক্রম হয় না। শরতের মিষ্টি শীতে এই নারী জীবনের প্রয়োজনে ঝুড়ি পিঠে নিয়ে কাজে চলেছেন। সাজেক ভ্যালি, রাঙামাটি, ১০ অক্টোবর
ছবি: মৌসুমি ভৌমিক
২ / ৭
আবহমান গ্রামবাংলার দৃশ্য। ছবিটি এঁকেছেন সিলেটের বালাগঞ্জের হজরত শাহজালাল দারুচ্ছুনাহ আতাশন লতিফিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী শাহিনা আক্তার
ছবি: সংগৃহীত
৩ / ৭
বেগুনি-সাদা সন্ধ্যামালতী। সন্ধ্যা নামার আগে আস্তে আস্তে প্রকৃতিতে যখন আসে স্তব্ধতার আবেশ, সন্ধ্যামালতী ঠিক তখন ফুটে শোনায় যেন আশার উপাখ্যান। ছবিটি ১১ অক্টোবর, মৌলভীবাজারের কুলাউড়া থেকে তোলা
ছবি: রেজাউল করিম প্রিন্স
৪ / ৭
ঠাকুরমার হাত ধরে শহরে পূজামণ্ডপ দেখতে এসেছে পায়েল। বাড়ি ফেরার পথে মাটির খেলনাপাতিল কেনার জেদ ধরেছে। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা শহরের পারনওগাঁ বারোয়ারি পূজামণ্ডপ এলাকা থেকে তোলা
ছবি: শামীনূর রহমান
৫ / ৭
কাজের ফাঁকে হাসিমুখে সকালের খাবার খেতে দেখা যায় কৃষকদের। ছবিটি বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি ফসলের মাঠ থেকে সম্প্রতি তোলা
ছবি: হারুন উর রশিদ
৬ / ৭
সূর্যের কড়া রোদ, চারদিকে ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস। চৈত্র-বৈশাখের মতোই তেতে আছে পারদ। রোদের তেজ না কমা পর্যন্ত স্বস্তি মিলছে না। মঙ্গলবারের ছবি। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
ছবি: খালেদ নিজাম
৭ / ৭
ওই দেখা যায় আকাশ, যার বুক চিরে যায় মেঘে। আকাশ মানেই বিশ্বভরা প্রাণ; সীমার মাঝে অসীম। শত কাজের মধ্যেও যখন আকাশের দিকে নজর পড়ে, তখন মন আনমনা হয়ে যায়। আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে, তখন সেই দৃশ্য সত্যিই লাগে অনির্বচনীয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, ১১ অক্টোবর
ছবি: সিনথিয়া সুমি