পাঠকের ছবি

১ / ১১
কুয়াশার চাদরে ঢেকে গেছে সবুজ ফসলের মাঠ। এ যেন শীতের আগমনী বার্তা
ছবি: মো. শাহিন রেজা
২ / ১১
যখন কোনো চিন্তা থাকে না, হাসি আর আনন্দে কেটে যায় দিন। মুক্ত, স্বাধীন আর দুরন্তপনা ... এই তো আমাদের শৈশব। আমিনবাজার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ১১
ভারতের উদ্দেশে শত শত মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যশোরের শার্শা বাজার থেকে বেনাপোল পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার জুড়ে। এ কারণে সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট। এমন চিত্র মাসখানেক ধরে চলে আসছে। অবস্থার কোনো উন্নতি হয়নি। এ নিয়ে সর্বস্তরের মানুষের ভোগান্তির পাশাপাশি আমদানি-রপ্তানির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বেনাপোল পৌর গেট, ২৮ সেপ্টেম্বর
ছবি: আশিকুর রহমান
৪ / ১১
চাঁদের শহরে, কতবার গিয়েছে চলে...। কোন বাড়িটায় ঘুমাও তুমি, কোন বাড়িতে জোনাক জ্বলে ব্যস্ত নগরীতে রাতের আকাশের এমন সৌন্দর্য বারবার বাপ্পা দার গানের কথা মনে করিয়ে দেয়।  ধানমন্ডি ১৫ নম্বর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইসরাত জাহান তমা
৫ / ১১
লেগুনার পেছনে দাঁড়িয়ে চালকের সহকারী এভাবে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাত্রী নিয়ে চলাচল করছেন। ছবিটি ২২ সেপ্টেম্বর ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর এলাকা থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৬ / ১১
করিম শেখ। সকালের নাশতার ফেরিওয়ালা। সকাল হলেই এলাকায় নেমে পড়ে হালুয়া-পরোটা বিক্রি করতে। মাত্র ১০ টাকায় মেলে এ নাশতা। বেয়ারিং গাড়িতে করে ঘুরে ঘুরে বিক্রি করে এ নাশতা। নগরপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২০ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ
৭ / ১১
দুরন্তপনার শেষ নেই ছেলে দুটির। একজন আনন্দচিত্তে পানির ওপরে নির্মাণাধীন পিলারের মাঝখানে দাঁড়িয়ে আছে অন্যজন রড বাঁকানোর চেষ্টা করছে। নেত্রকোনার কলমাকান্দার কলেজ রোড থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৮ / ১১
সূর্যাস্তের আলোকবর্তিকার মধ্যে আকাশের তারা আলো ছড়াচ্ছে। কুলাউড়া, মৌলভীবাজার, ২২ সেপ্টেম্বর
ছবি: তরিকুল ইসলাম ইমন
৯ / ১১
গ্রামের পুকুরে ফোটার অপেক্ষায় লাল শাপলা কলি। ছবিটি সম্প্রতি রংপুর পীরগঞ্জের পাঁচগাছি গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
১০ / ১১
হাওরে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে নৌকা। হাওর অঞ্চলের মানুষের দুর্ভোগের সীমা নেই, বর্ষা মৌসুম এলেই তাদের যাতায়াতের একমাত্র বাহন হয় নৌকা। টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোয়াজ্জেম হোসাইন জুনেদ
১১ / ১১
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে একজন শারীরিক প্রতিবন্ধী, ছয়জন হতদরিদ্রসহ সাতজন অসহায় ব্যক্তিকে নগদ অর্থসহায়তা প্রদান করেছে উপজেলার প্রথম প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী পরিবার মানবিক সংগঠন’। গত বুধবার সকালে ইউনিয়নের সোয়াইত বিলের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনটির সহসাংগঠনিক সম্পাদক তারা মিয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য হামিদুল ইসলাম, সদস্য হাফিজুল ইসলামসহ প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক কমিটির পরামর্শক্রমে এবং দেশীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ