ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে একজন শারীরিক প্রতিবন্ধী, ছয়জন হতদরিদ্রসহ সাতজন অসহায় ব্যক্তিকে নগদ অর্থসহায়তা প্রদান করেছে উপজেলার প্রথম প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী পরিবার মানবিক সংগঠন’। গত বুধবার সকালে ইউনিয়নের সোয়াইত বিলের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনটির সহসাংগঠনিক সম্পাদক তারা মিয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য হামিদুল ইসলাম, সদস্য হাফিজুল ইসলামসহ প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক কমিটির পরামর্শক্রমে এবং দেশীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইমতিয়াজ আহমেদ