পাঠকের ছবি

১ / ১১
খোলা আকাশের দুই পাশে সবুজের মিহি গালিচা, মাঝখানে বর্ণিল পথ পেরিয়ে সামনের দিকে ঝিক ঝিক ঝিক শব্দ করে ছুটে চলছে ট্রেন। ছবিটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশন এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: নেহাল আহম্মেদ প্রান্ত
২ / ১১
হালের জনপ্রিয় প্রযুক্তি মুঠোফোন কৃষকের হাতে। কাজের ফাঁকে মুঠোফোনে বিনোদন। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১৭ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান
৩ / ১১
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা থেকে জীবন-জীবিকার প্রয়োজনে নৌকায় শোয়ারিঘাটে পার হচ্ছে স্থানীয় মানুষ। বুড়িগঙ্গা নদী, ঢাকা, ১৭ সেপ্টেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ১১
ধানের ফুল! পুষ্পমঞ্জুরিতে ফুলগুলো শাখান্বিত অবস্থায় ওপর থেকে নিচ পর্যন্ত সাজানো। এভাবেই থরে থরে গড়ে ওঠে ধানের সমাহার। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবীনগর গ্রাম থেকে ১৭ সেপ্টেম্বর তোলা
ছবি: মো. আবদুল হাকিম জুবাইর
৫ / ১১
সামনে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মূর্তি তৈরির কারিগরদের। চট্টগ্রামের রাউজান পৌরসভা এলাকা থেকে ১৮ সেপ্টেম্বর থেকে তোলা ছবিটি
ছবি: মাছুম কামাল
৬ / ১১
চট্টগ্রাম কালুরঘাট ব্রিজে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি জ্বলছে। হচ্ছে বিদ্যুতের অপচয়। ছবিটি ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তোলা
ছবি: এস এইচ জুনাঈদী
৭ / ১১
ফসলের খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৮ / ১১
ফেনী মুহুরী প্রজেক্ট। মুহুরী নদীর স্রোতকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ব্যস্ততম সড়ক থেকে দূরে সারি সারি গাছে ঘেরা রাজপথে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে ছোঁয়া যায়। এখানে আসার পথে চোখে পড়বে বিস্তীর্ণ চর, সরু রাস্তা, আর রাস্তার দুই ধারে সারি সারি গাছ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ রায়হান
৯ / ১১
রাজধানীর এফডিসি মোড়, অর্থাৎ হাতিরঝিলের শুরুতেই স্থাপন করা হয়েছে চারটি হাতির ভাস্কর্য। আবার পুলিশ প্লাজার পেছনে নবনির্মিত ঝিলপাড় পার্কেও স্থাপন করা হয়েছে চারটি হাতির ভাস্কর্য। ছবিটি সম্প্রতি রাজধানীর এফডিসি মোড় থেকে তোলা
ছবি: তুফান মাজহার খান
১০ / ১১
বৃষ্টিভেজা বিকেলে ভেড়ার পাল নিয়ে ঘরে ফিরছেন কিষানি। কুটি, বটের হাট, রংপুর, ১৭ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান
১১ / ১১
দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের উদ্যোগে গত শনিবার আদিবাসী ও দলিতদের বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়
ছবি: প্লাবন শুভ