পাঠকের ছবি

১ / ১১
তারাব পৌরসভার নোয়াপাড়া রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার থাকলেও বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো নজর নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী ও স্থানীয়রা। নোয়াপাড়া এলাকার জনগণ, পৌর ভূমি অফিসের কর্মকর্তারা এবং কয়েকটি কারখানার শ্রমিক এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। নোয়াপাড়া, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৫ সেপ্টেম্বর
ছবি রাসেল আহমেদ
২ / ১১
যেখানে ফুল ফোটে, সেখানে আশাও থাকে। দীপ্ত অর্কিডস, দোলমা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রায়হান
৩ / ১১
পর্যটকদের নিয়ে ওয়াচ টাওয়ারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে নৌকা। হাকালুকি হাওর, জিরো পয়েন্ট, ফেঞ্চুগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোয়াজ্জেম হোসাইন জুনেদ
৪ / ১১
ক্যাম্পাসের বুক চিরে লাল শাপলার হাসি। ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ভবনের বিপরীতে ছোট্ট পুকুর থেকে সম্প্রতি তোলা
ছবি: মাহমুদ হাসান নাঈম
৫ / ১১
নৌকায় বসে জাল দিয়ে মাছ ধরছেন জেলে। আংরার বিল, পীরগঞ্জ, রংপুর, ১০ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান
৬ / ১১
নৌকাবাইচ আবহমান বাংলার এক ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। ১৫ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জের আটগ্রাম সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ
ছবি: মো. আবীর আল নাহিয়ান
৭ / ১১
হাওরের রূপবৈচিত্র্য। নীলাকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। অদূরে শ্যামল সবুজ পাহাড়ও নীলাকাশ ও নীল রঙের পানির প্রভাবে নীলাভ দেখাচ্ছে। নেত্রকোনার কলমাকান্দার পেটকীর হাওর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৮ / ১১
তপ্ত দুপুর বেলা, শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। ছবিটি গাজীপুরের টঙ্গী হিমারদীঘি এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: খোরশেদ আলম খোকন
৯ / ১১
যান্ত্রিক যানের বদৌলতে ঘোড়ার ও ঘোড়ার গাড়ির প্রচলন এখন একেবারেই শূন্যের কোঠায়। এখন ট্রেন, বাস, কারসহ আধুনিক যন্ত্রপাতির বদৌলতে ঘোড়ার ব্যবহার নেই। এখন শুধুই রাষ্ট্রীয় ‘গার্ড অব অর্নার’ দেওয়ার সময় ঘোড়া ব্যবহার করা হয়। আগেকার আমলে রাস্তাঘাট ছিল না। পাহাড়–পর্বত আর উঁচু-নিচু এবড়োখেবড়ো পথে মানুষ ও মালামাল পরিবহনে ঘোড়ার বিকল্প ছিল না। কিন্তু কালের গহ্বনে হারিয়ে যাচ্ছে ঘোড়া। হয়তো একসময় শুধুই জাদুঘরে কাঠের ঘোড়া বা চিড়িয়াখানার দর্শনীয় বস্তুতে পরিণত হবে। ছবিটি সম্প্রতি বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে তোলা
ছবি: নেহাল আহম্মেদ প্রান্ত
১০ / ১১
সন্ধ্যা নামা পাখিদের নীড়। ব্রাহ্মণবাজার, কুলাউড়া, মৌলভীবাজার, ১৬ সেপ্টেম্বর
ছবি: রেজাউল করিম প্রিন্স
১১ / ১১
শ্রাবণ মেঘের দিন। লেকপাড়, গোপালগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাহমুদ হাসান নাঈম