পাঠকের ছবি

১ / ১৬
আকাশে রংধনু। দূরছড়ি, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৪ মে
ছবি: আবদুর রহিম
২ / ১৬
সন্ধ্যার পুব আকাশে চাঁদ যেন হলুদ আভা ধারণ করেছে। এ এক মনোরম দৃশ্য। ছবিটি ১৯ মে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়বিল পার থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৩ / ১৬
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। প্রশান্তির রেশ পেতে একদল শিশুর দুরন্তপনা। যদিও এতে অনেকটাই ঝুঁকি আছে। পানির মধ্যে শক্ত কিছু থাকলে হয়তো দুর্ঘটনা হয়ে যেতে পারে। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাঁশজানী থেকে তোলা হয়েছে
ছবি: সোহানুর রহমান সোহাগ
৪ / ১৬
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার বিধিনিষেধের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল অনেক দিন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল চালু হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই। ছবিটি ২৪ মে গাইবান্ধা রেলস্টেশন থেকে তোলা
ছবি: তুলেছেন কনক আহাম্মেদ।
৫ / ১৬
ফুলকে কে না ভালোবাসে? দেখলেই মন জুড়িয়ে যায়। বাতাসে হেলেদুলে উড়তে দেখা গিয়েছিল এই ঢ্যাঁড়স ফুলকে। ছবিটি সম্প্রতি বরিশাল থেকে তোলা
ছবি: আবদিম মুনিব
৬ / ১৬
বিকেলের আকাশ। দূরছড়ি, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৪ মে
ছবি: আবদুর রহিম
৭ / ১৬
তীব্র রোদ ও প্রচণ্ড গরমের মধ্যেও নারীশ্রমিকেরা সড়ক নির্মাণের কাজ করছেন। বড় আলমপুর, পীরগঞ্জ, রংপুর, ২৪ মে
ছবি: মাসুদার রহমান
৮ / ১৬
কাঁটামুকুট ইউফরবিয়া প্রজাতির গাছ। বগুড়ার সোনাতলা আসিফ ইকবালের ছাদবাগান থেকে গতকাল সোমবার সকালে ছবিটি তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৯ / ১৬
পথচারীদের কাছে সেদ্ধ ডিম বিক্রি করেই চলে তাঁদের সংসার। সন্ধ্যার পর এভাবেই ডিম নিয়ে বসে থাকতে দেখা যায় তাঁদের। ছবিটি বগুড়া সাতমাথা থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান লিখন
১০ / ১৬
গ্রীষ্মে ফোটে অসম্ভব সুন্দর বেগুনি রঙের ফুল। জারুল ফুলগুলো থাকে শাখার ডগায়, পাতার ওপরের স্তরে। গ্রীষ্মের শুরুতেই এর ফুল ফোটে এবং শরৎ পর্যন্ত দেখা যায়। ছবিটি পলাশবাড়ি উপজেলার ঢোলভাংগা থেকে সম্প্রতি তোলা
ছবি: কনক আহাম্মেদ
১১ / ১৬
তেঁতুলগাছে ফুটেছে ফুল। কুষ্টিয়ার পান্টি গ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কে এম হিমেল আহমেদ
১২ / ১৬
পরিবেশবান্ধব নাটোর গড়ার লক্ষ্যে ‘চলো বাংলাদেশ ইউতথ নেটওয়ার্ক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্লাস্টিকের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করেছে। গত বুধবার (১৯ মে) বিকেলে সংগঠনটি ‘Give & Take Environmental Programme’ শিরোনামে একটি ইভেন্টের আয়োজন করে। এ আয়োজনের মাধ্যমে তারা নাটোর শহরের প্রায় সব কনফেকশনারি ও ফাস্ট ফুড দোকানের মালিকপক্ষকে গাছের চারা উপহার দেয় এবং তাদের কাছ থেকে প্লাস্টিক সংগ্রহ করে
ছবি: মো. আলভী শরীফ
১৩ / ১৬
গ্রীষ্মের উষ্ণতায় পানি শুকিয়ে ভারতের মেঘালয় পর্বত থেকে নেমে আসা খরস্রোতা মঙ্গলেশ্বরী নদীর পানি তলানিতে। সেই অল্প পানিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার, গোসল করাসহ খাওয়ার পানি সংগ্রহ করে পাহাড়ি জনপদের অধিবাসীরা। নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
১৪ / ১৬
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। ২৪ মে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
ছবি: মাহমুদুল হাসান
১৫ / ১৬
তীব্র গরমে কিছুটা স্বস্তির আশায় পুকুরে ঝাঁপিয়ে পড়ছে গাঁয়ের দস্যি ছেলের দল। ছবিটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজার–সংলগ্ন পুকুর থেকে তোলা
ছবি: রবিউল হোসাইন রাজু
১৬ / ১৬
প্রচণ্ড গরম। প্রখর রোদে উত্তাপ চারদিক। উত্তপ্ত দুপুরে একটু প্রশান্তির খোঁজে নিজেদের বানানো ভেলায় পদ্মায় ভাসছেন তিন যুবক। চাঁদপুরে পদ্মার পাড় থেকে সেই স্থিরচিত্র তোলা গতকাল সোমবার
ছবি: তানভীর আহাম্মেদ