দেশব্যাপী কঠোর বিধিনিষেধ বলবৎ থাকলেও দিনাজপুরের ফুলবাড়ীতে কোথাও বিধিনিষেধের প্রভাব নেই। সবকিছু ফিরেছে পুরোনো চিরচেনা রূপে। দোকানপাট ও বাজারগুলোয় স্বাভাবিক সময়ের মতো ক্রেতাদের ভিড়। সড়কগুলোয় মানুষের চলাচল স্বাভাবিক সময়ের মতো। চলছে গণপরিবহনও। ফুলবাড়ী শহর, দিনাজপুর, ৩ আগস্টছবি: প্লাবন শুভ