পাঠকের ছবি

১ / ৮
বৃষ্টির দেখা পাওয়ায় আমন ধান রোপণে ব্যস্ত এক কৃষক। এক হাত নেই, তবুও তিনি এক হাতে ধানের চারা রোপণ করছেন। জীবিকার তাগিদে পরিশ্রম করছেন তিনি। যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া উলাকোল এলাকা থেকে ২৭ জুলাই তোলা।
ছবি: মো. তাজমুল হোসেন
২ / ৮
জীবিকার তাগিদে মাছ ধরতে হাকালুকির হাওরে নৌকা নিয়ে বেরিয়েছেন বাবা ও ছেলে। ছবিটি হাওরের মধ্যভাগ থেকে সম্প্রতি তুলা।
ছবি: কামরান আহমদ
৩ / ৮
শ্রাবণের ঝুম বৃষ্টিতে ছাগল নিয়ে বাড়ি ফিরছেন এরা। বড় বিলপাড়, রংপুর, ২৭ জুলাই।
ছবি: মাসুদার রহমান
৪ / ৮
কঠোর বিধিনিষেধের কারণে এ সবজি বিক্রেতা তাঁর বাড়ির পাশের মোড়েই সবজি বিক্রি করছেন। সংসার তো চালাতে হবে। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ২৮ জুলাই।
ছবি: মো. বিল্লাল হোসেন
৫ / ৮
রাস্তার ধারে, বাড়ির আশেপাশে ও দেশের সব বনাঞ্চলে বিরাজমান ছোট আকারের চিরহরিৎ বৃক্ষের ফল। পাকা ফল রসালো, বেগুনি-লাল থেকে কালো। অনেকে ছাগলের বড়ি, বড় হরিণাসহ অঞ্চলভেদে বিভিন্ন নামে ডেকে থাকে। একটি পাখিবান্ধব ফল। সমেষপুর, লালমাই, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: হুমায়রা তাবাসসুম আফসানা
৬ / ৮
কাজের ফাঁকে বিশ্রাম নিয়ে নিচ্ছেন কৃষিশ্রমিক। গাড়াবেড়, রংপুর, ১২ জুলাই।
ছবি: মাসুদার রহমান
৭ / ৮
পাটের মৌসুমে কৃষকের ব্যস্ততার শেষ থাকে না। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তবুও চলে অক্লান্ত পরিশ্রম। গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) গোধূলীলগ্নে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া বিল মাঠ থেকে ছবিটি তোলা হয়েছে।
ছবি: অনিক আহমেদ
৮ / ৮
গ্রামের নাম ‘করিয়া টিলা’। পানি বেড়ে যাওয়ায় পুরো গ্রামটা একটা দ্বীপে পরিণত হয়েছে। এখন তাদের যাতায়াতের প্রধান বাহন নৌকা। ছবিটি সিলেটের ফেঞ্চুগঞ্জ জিরো পয়েন্ট থেকে গত সোমবার (২৬ জুলাই) তুলা।
ছবি: কামরান আহমদ