পাঠকের ছবি

১ / ১১
কদিনের টানা বৃষ্টির পর পানি নেমে গেছে, পাড়ের থকথকে কাদাজলে একদল তরুণ আনন্দে মেতেছেন দুরন্ত কৈশোর–শৈশবের দিনগুলো হয়তো আবার মনে করে। মানুষ যত বড়ই হোক সে তার মনে এমন দুরন্ত দিনগুলো পুষে রাখে আজন্মই। ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরধোন এলাকায় মেঘনা নদীর পাড় থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মনজুর রহমান
২ / ১১
যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয় ইঞ্জিনচালিত এসব নৌকা। বৃষ্টির কারণে নৌকাগুলো ঘাটে বাঁধা রয়েছে। পাশেই নির্মিত হচ্ছে ব্রিজ। ব্রিজটির নির্মাণকাজ সমাপ্ত হলে যাত্রীদের ভোগান্তি লাগব হবে। ছবিটি গত শনিবার (১৭ জুলাই) তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সীতারামপুর ঘাট থেকে তোলা।
ছবি: মোহাম্মদ আলাউদ্দিন
৩ / ১১
কোরবানির হাটে চাহিদামাফিক দাম না পাওয়ায় বৃদ্ধা তাঁর ছাগল নিয়ে বাড়ি ফিরছেন। বালুয়া হাট, রংপুর, ১৮ জুলাই।
ছবি: মাসুদার রহমান
৪ / ১১
শুরু হয়েছে বর্ষাকাল, আকাশ সেজেছে সাদা মেঘের ভেলায়। আর এর মধ্যেই কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন পাট থেকে আঁশ ছড়ানো এবং শুকানোর কাজে। বগুড়া থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: নয়ন দাস
৫ / ১১
করোনা মহামারিতে স্কুলে বন্ধ থাকায় গ্রামের শিশুদের সময় কাটছে গ্রামীণ খেলায়। বাড়ির উঠানে দল বেঁধে খেলছে শিশুরা। ছবিগুলো গত বুধবার (১৪ জুলাই) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রাম থেকে তোলা।
ছবি: আমিনুর রহমান হৃদয়
৬ / ১১
আকাশ মানেই বিশ্বভরা প্রাণ; সীমার মাঝে অসীম। শত কাজের মাঝেও যখন আকাশের দিকে নজর পড়ে, তখন মন আনমনা হয়ে যায়। আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে, তখন সেই দৃশ্য সত্যিই লাগে অনির্বচনীয়। উদারতা, নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়েই বুঝি আমাদের পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে। ছবিটি চুয়াডাঙ্গার জীবননগর শাপলাকলি পাড়া থেকে তোলা।
ছবি: মোছা: আয়শা সিদ্দিকা আশা
৭ / ১১
হাটে অধিকাংশ ক্রেতা–বিক্রেতা কোরবানির পশু নিয়ে ব্যস্ত থাকায় মুরগি ব্যবসায়ী অনেকটা ফাঁকা খাঁচা নিয়ে ফিরছেন। খালাশপীর হাট, রংপুর, ১৮ জুলাই।
ছবি: মাসুদার রহমান
৮ / ১১
তিতাস নদীর বুকে চলছে নৌকা। বইছে ফুরফুরে বাতাস। আকাশে জমেছে কালো মেঘ। মাঝনদী থেকে এমন মোহনীয় সৌন্দর্য দেখলে যে কারও মন আনন্দে ভরে উঠবে। ছবিটি গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মনতলী এলাকা থেকে তোলা।
ছবি: মোহাম্মদ আলাউদ্দিন
৯ / ১১
করোনা প্রতিরোধে কোরবানির পশুর হাটে জনসচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সেচ্ছাসেবী টিম সংশপ্তক। ছবিটি সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার থেকে তোলা।
ছবি: রবিউল হোসাইন রাজু
১০ / ১১
শৈশবের দুরন্তপনা। কিশোরদের দুরন্তপনা দেখে মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলা যায়। গণকখালী ডানা ভাঙা সেতু, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আলি হায়দার শাহিন
১১ / ১১
মসজিদ ও মাদ্রাসার বিশাল মাঠের সবুজায়নের প্রাকৃতিক দৃশ্য। ছবিটি টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় গোরস্তান মসজিদ ও মাদ্রাসা বহুতল ভবনের বারান্দা থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. হুসাইন আহমদ