পাঠকের ছবি

১ / ১১
ঠেলা জাল দিয়ে মাছ ধরছে শিশুরা। ছবিটি সম্প্রতি তোলা। ইসলামপুর, জামালপুর।
ছবি: তাওহীদ লোহানী
২ / ১১
সেলিম মিয়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। গ্রাম–গঞ্জে পায়ে হেঁটে বিক্রি করেন বালিশ। ছবিটি সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতি বাজার থেকে তোলা।
ছবি: রবিউল হোসাইন রাজু
৩ / ১১
সূর্যের শেষ স্নিগ্ধতায় মুগ্ধ হওয়ার আলাদা একটা নেশা। না খুব প্রখর, না খুব শীতল। নমনীয়তা আমাদের ভরদুপুরের প্রখর সূর্যটাও শেখায়। শেষ বেলায় সূর্যও নরম হয়ে অস্ত যায়। ছবিটি ঢাকার দোহার মৈনট ঘাট থেকে সম্প্রতি তোলা।
ছবি: আতিকুর রহমান রাফিন
৪ / ১১
বর্ষা মানেই প্রকৃতিতে কদমের মেলা। রাজপথে বেরুলেই প্রকৃতির সঙ্গে হলুদ কদমের ছিনিমিনি খেলার দৃশ্য যেন মন কেড়ে নেয়। ঢাকা সেনানিবাস, ১৩ জুলাই।
ছবি: পুষ্প চৌধুরী
৫ / ১১
বন্ধুতা। মৌলভীবাজারের কমলগঞ্জের প্রত্যন্ত এক গ্রামে দেখা মেলে অসাধারণ এই বন্ধুত্বের। তাদের ভালোবাসা ছিল আদি ও অকৃত্রিম।
ছবি: তারিক হাসান
৬ / ১১
দিগন্তজোড়া মাঠে মৃদু বাতাসের আনাগোনা। ওপরে কালো মেঘে ছেয়ে আছে নীল আকাশ। বৃষ্টি বোধ হয় শিগগিরই নামবে। সারিবদ্ধ গাছগুলো দাঁড়িয়ে আছে সগৌরব, যা পথিকের মধ্যে আচমকা সঞ্চার করবে শুচিস্নিগ্ধ অনুভূতি। ছবিটি সম্প্রতি যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রাম থেকে তোলা।
ছবি: আশিকুর রহমান
৭ / ১১
চাবাগানের মনোরম দৃশ্য। হিংগাজিয়া চাবাগান, কুলাউড়া, মৌলভীবাজার। ১২ জুলাই।
ছবি: শুভ গোয়ালা।
৮ / ১১
রঙিন মেঘে মেঘলা আকাশ। তুরাগ নদ।
ছবি: রবিউন নাহার তমা
৯ / ১১
প্রচণ্ড গরমে তপ্ত রোদে গ্রামের পুকুরে দুরন্তপনায় মেতে উঠেছে কিশোরটি। পাঁচগাছি গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১২ জুলাই।
ছবি: মাসুদার রহমান
১০ / ১১
জাল বাংলাদেশে মাছ ধরার প্রাচীন কৌশল। নদ-নদী, খাল–বিলে বাড়তে শুরু করেছে পানি। এতে বৃদ্ধি পেয়েছে ছোট–বড় মাছ। মাছ ধরার জন্য জাল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এক বৃদ্ধ। গাইবান্ধার সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: কনক আহাম্মেদ।
১১ / ১১
চলছে আষাঢ় মাস। পুরো প্রকৃতির রূপ ও বর্ণ বদলে ফেলেছে তার আঙিনায়। ছবিটি ১১ জুলাই কুষ্টিয়ার পন্টি গ্রাম থেকে তোলা।
ছবি: কে এম হিমেল আহমেদ