পাঠকের ছবি

১ / ১৪
মাটির মানুষের মাটির নিবাস। মাটির নিবাসে সর্বদা বিরাজ করে নাতিশীতোষ্ণ ভাব। বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: এম এ রাজ্জাক
২ / ১৪
বৃষ্টিতে মাঠে পানি জমেছে, নানান রঙের নৌকা ভাসিয়ে দিয়ে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু। ছবিটি ৮ জুলাই সকালে তোলা। ধনবাড়ী, টাঙ্গাইল।
ছবি: সানজিদা রিয়া
৩ / ১৪
কৃষকের সোনালি ধানে ভরপুর এ নগরী। এর পাশেই একটি ডোবা। ডোবাতে বসে আপন মনে মাঝির অপেক্ষা করছে তরিটি। ছবিটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে সম্প্রতি তোলা।
ছবি: কামরান আহমদ
৪ / ১৪
ছিন্নমূল অজ্ঞাতনামা এক ক্ষুধার্ত মানুষ। রাস্তার ধারে পলিথিন প্যাকেটে খাবার খাচ্ছেন। কাছেই বসে কুকুর খাদ্যপ্রত্যাশী। ছবিটি বগুড়ার সান্তাহার জংশন টিকিট কাউন্টারের সামনে থেকে ৮ জুলাই তোলা।
ছবি: শামীনূর রহমান
৫ / ১৪
মৃৎশিল্প...। কালের বিবর্তনে মৃৎপণ্যের চাহিদা কমেছে, এতে আর্থিক কষ্টে দিন যাপন করছেন মৃৎশিল্পীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর পালপাড়া এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: কনক আহাম্মেদ
৬ / ১৪
শহুরে মানুষেরা হাট খুব কম দেখে, অনেকে তো দেখেই না কখনো। কিন্তু গ্রাম্য জীবনে হাট খুব গুরুত্বপূর্ণ। হাটে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা হয়। সবাই আসে জিনিসপত্র বেচতে ও কিনতে। এই লোক হাটে এসেছেন তাঁর খেতের লেবু বেচতে। গাজীপুর, ৭ জুলাই।
ছবি: মৌসুমী ভৌমিক
৭ / ১৪
লকডাউনের কারণে ভ্যানে মহল্লায় মহল্লায় ঘুরে জুতা বিক্রি করছেন এই ব্যক্তি। ছবিটি ৮ জুলাই রাজশাহী নগরের রানীবাজার এলাকা থেকে তোলা।
ছবি: সবুজ সরকার
৮ / ১৪
সাদা পদ্ম প্রাকৃতিক পরিবেশে খুব একটা চোখে পড়ে না। শ্রীমঙ্গলের চা–বাগানের এক পুকুরে হঠাৎ খুঁজে পাওয়া এই সাদা পদ্ম। ভোরের নরম আলোয় পুকুরে জ্বলজ্বল করছে! সে এক অসাধারণ দৃশ্য! ছবি ৮ জুলাই তোলা।
ছবি: তারিক হাসান
৯ / ১৪
স্থানীয় ভাষায় গুইজাম হিসেবে পরিচিত। বর্তমান প্রজন্মের কিশোর–কিশোরীরা হয়তো এই জামের সঙ্গে অতটা পরিচিত নয়। এক যুগ আগেও গ্রামগঞ্জে এই জাম খাওয়ার জন্য চলত প্রতিযোগিতা। বর্তমানে এ প্রকারের জামগাছকে অন্য বন্য গাছের মতোই মূল্যায়ন করা হচ্ছে। সোনাগাজী, ফেনী। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মোহাম্মদ রায়হান
১০ / ১৪
কোলাহলমুক্ত ও ফাঁকা এক প্রাথমিক বিদ্যালয়! করোনার থাবায় দীর্ঘদিন ধরে স্তব্ধ হয়ে আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এগুলো খোলা থাকলে ছোট্ট সোনামণিদের খেলাধুলা ও চিৎকার-চেঁচামেচি করে পড়াশোনার শব্দে মুখর হতো আশপাশ। সারা দেশের সব বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এই বিষাদময় সময়ের অবসান চেয়ে যেন অবিরতই অপেক্ষার প্রহর গুনছেন। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. জাফর আলী
১১ / ১৪
নদীতে ভরা মৌসুমেও ইলিশ নেই, তাই জেলেরা ট্রলারটি মেঘনার তীরে উঠিয়ে রেখেছেন। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মেঘনার তীর থেকে।
ছবি: রোমানুল ইসলাম সোহেব
১২ / ১৪
বৃষ্টিস্নাত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. শাহিন রেজা
১৩ / ১৪
স্বাভাবিক সময় হলে হয়তো জীবন ও জীবিকার তাগিদে দিন ফুরিয়ে যেত। কিন্তু এখন সময় যেন পার হতেই চায় না। তাই এই করোনাকালে এভাবেই মেয়েকে গল্প শুনিয়ে সময় পার করছেন এক বাবা। ছবিটি সম্প্রতি বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক থেকে তোলা।
ছবি: চিরঞ্জিত দাস
১৪ / ১৪
জীবিকার তাগিদে আখিরা নদীতে বৃষ্টির মধ্যে মাছ ধরছেন জেলে। পীরগঞ্জ, রংপুর, ৩ জুলাই।
ছবি: মাসুদুর রহমান