সূর্যরশ্মির নিবিড় সখ্যে ঝলমল করে স্রোত। কখনো জোয়ার, কখনো ভাটা। মনে মিশে একাকার হয় এই রুপালি রোদ। আর সময়টা যদি পড়ন্ত বিকেল হয়, তাহলে তো কথাই নেই। পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা নদীর জলে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা। গোধূলিলগ্ন নদীপাড়ের পড়ন্ত বিকেলের গল্পটা এমনি হয়। জীবননগর, চুয়াডাঙ্গা।ছবি: মোছা. লোপা আক্তার জিহাদ।