১ / ১১
নদীপারের জনপদের সঙ্গে নদী ও জীবন-জীবিকার এক অবিচ্ছেদ্য সম্পর্ক। গত শুক্রবার রাত নয়টায় এই নারী চটকা জালে মাছ ধরছেন। ছবিটি রংপুর পীরগঞ্জের আখিরা নদীর পাড় থেকে তোলা।
ছবি: মাসুদার রহমান
২ / ১১
বাংলাদেশের সাদা (চিনা) মাটির পাহাড়। বিজয়পুর, নেত্রকোনা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: সাইফ উদ্দীন
৩ / ১১
লকডাউনের সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় গেম খেলায় ব্যস্ত তরুণেরা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: সাকিল আহামেদ
৪ / ১১
গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষাকাল চলছে। বর্ষাকালের এ বিকালবেলায় আকাশের অবস্থা যখন মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসার উপক্রম, ঠিক তার আগমুহূর্তে কয়েকজন বালক গরু নিয়ে নিজ গৃহের দিকে রওনা দিচ্ছেন। ছবিটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা-বাগান থেকে ৭ জুলাই তোলা।
ছবি: মান্না দাস
৫ / ১১
জীবন ও জীবিকার তাগিদে লড়াই করে করে যাচ্ছে একদল শ্রমজীবী মানুষ। সম্প্রতি ছবিটি গাইবান্ধার ঘাঘট নদ থেকে তোলা।
ছবি: রুপক সাহা গৌরব
৬ / ১১
কয়েক দিনের একটানা বৃষ্টির ফলে পানিতে ভরে গেছে প্রায় মরে যাওয়া সব খাল-বিল, তাই খুশি মাঝিরা। তেমনি একজন মাঝি নৌকা নিয়ে বেরিয়ে পরেছেন এবং জাল পাতছেন মাছ পাওয়ার আশায়। ছবিটি সম্প্রতি তোলা। গেরামারা, শ্রীবরদী, শেরপুর।
ছবি: তায়েবুর রহমান রিয়াদ
৭ / ১১
আমনের চারা উত্তোলনে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: শাকিল আহম্মেদ
৮ / ১১
সবুজ পাতার মধ্যে থোকা থোকা ফুলে মধু আহরণ করছে প্রজাপতি। সিলেট জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মরিচা বাগানবাড়ি থেকে ছবিটি তোলা।
ছবি: মো.আবীর আল-নাহিয়ান
৯ / ১১
সূর্যরশ্মির নিবিড় সখ্যে ঝলমল করে স্রোত। কখনো জোয়ার, কখনো ভাটা। মনে মিশে একাকার হয় এই রুপালি রোদ। আর সময়টা যদি পড়ন্ত বিকেল হয়, তাহলে তো কথাই নেই। পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা নদীর জলে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা। গোধূলিলগ্ন নদীপাড়ের পড়ন্ত বিকেলের গল্পটা এমনি হয়। জীবননগর, চুয়াডাঙ্গা।
ছবি: মোছা. লোপা আক্তার জিহাদ।
১০ / ১১
বৃষ্টি শেষ অনেকক্ষণ আগেই। তারপরও প্রকৃতির মহিমায় কচুর পাতায় বৃষ্টির পানি বিন্দু বিন্দু আকারে জমে আছে অসাধারণভাবে। ছবিটি সম্প্রতি তোলা। শ্রীবরদী, শেরপুর।
ছবি: তায়েবুর রহমান রিয়াদ
১১ / ১১
প্রাকৃতিক সৌন্দর্যের সীমাহীন স্নিগ্ধতা মানুষের মনকে শান্ত করে তোলে। বর্ষাস্নাত বিকেলে রংধনুর সঙ্গে সাক্ষাৎ এক অসামান্য অনুভূতির সৃষ্টি করে। পায়রা সমুদ্রবন্দর প্রশাসনিক এলাকা, কলাপাড়া, পটুয়াখালী। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: দিবারুল ইসলাম দ্বীপ