পানি বেড়েছে নদীতে। গিড়াই নদ, (ঘোগাদহ বাজার থেকে ভৈষেরকুটি গ্রাম পর্যন্ত রাস্তার মধ্যবর্তী স্থানে), ঘোগাদহ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম, ৪ জুলাই।ছবি: খোরশেদ আলম
২ / ১২
একদিকে ধেয়ে আসছে বন্যার পানি, অপরদিকে কৃষক ব্যস্ত স্বপ্নগুলো বুনতে। কিন্তু বৃষ্টির পানি কৃষকের স্বপ্নগুলো পূর্ণ করতে দেবে কি না, সেটাই এখন মুখ্য বিষয়। ছবিটি সম্প্রতি রাজশাহীর মোহনপুর উপজেলার একটি বিল থেকে তোলা।ছবি: মো. তামিম সিফাতুল্লাহ
৩ / ১২
চলতি বছরে আমন ধান চাষের জন্য জমি থেকে চারা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন একজন কৃষক। ছবিটি গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় এলাকা থেকে সম্প্রতি তোলা।ছবি: কনক আহাম্মেদ
৪ / ১২
বৃষ্টিতে ভেজা কৃষকের খড়। ফতেপুর গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ৩০ জুন।ছবি: মাসুদার রহমান
৫ / ১২
এই শহরের হাজারো পথশিশুর মতো কংক্রিটের বুকে বেড়ে উঠছে বটগাছটি। ছবিটি গাজীপুরের টঙ্গী মেঘনা টেক্সটাইল মিলের পুরোনো দেয়াল থেকে সম্প্রতি তোলা।ছবি: খোরশেদ আলম খোকন
৬ / ১২
ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট গরু। ২০ ইঞ্চি উচ্চতার গরুটির দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা। সাভার আশুলিয়ার এক ফার্মে সন্ধান মেলে গরুটির। ছবিটি সম্প্রতি তোলা।ছবি: মো. রাকিবুল হাসান
৭ / ১২
দুটি পাতা একটি কুঁড়ি। চা-পাতা। ছবিটি গত রোববার তোলা। হিঙ্গাজিয়া চা-বাগান, কুলাউড়া, মৌলভীবাজার।ছবি: শুভ গোয়ালা।
৮ / ১২
স্থবির জনজীবন। ব্যস্ত রোডে সুনসান নীরবতা। পুলিশি বাধার মুখে দু-একটা রিকশা, মোটরসাইকেল চলতে দেখা যায়। অ্যাম্বুলেন্সের চলাচল চোখে পড়ে, হয়তো কোনো অসুস্থ ব্যক্তি যন্ত্রণায় কাতরাচ্ছে সেখানে। হ্যাঁ, এটাই শহরের লকডাউন-জীবন। ছবিটি বরিশাল নগরীর আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের সামনে থেকে ৫ জুলাই তোলা।ছবি: ওবায়দুল্লাহ
৯ / ১২
ফুল সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। আর ফুল যদি হয় এমন প্রাণবন্ত, তাহলে সেটা সৌন্দর্যপিপাসুদের খুব সহজেই আকৃষ্ট করে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সম্প্রতি তোলা।ছবি: আরাফাত আরু
১০ / ১২
লজ্জাবতী। বাংলাদেশের একটি বীরুৎ-জাতীয় ভেষজ উদ্ভিদ। গ্রাম ও বন-জঙ্গল ছাড়া অন্যত্র খুব কম চোখে পড়ে এ উদ্ভিদ। নবাবগঞ্জ, দিনাজপুর।ছবি: মো. খাদিমুল ইসলাম
১১ / ১২
কচুর ফুল বিক্রির জন্য প্রস্তুত করছেন কৃষক। বাহাদুরপুর গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ৬ জুলাই।ছবি: মাসুদার রহমান
১২ / ১২
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে বেড়েই চলেছে নওগাঁর কয়েকটি নদ-নদীর পানি। ছবিটি নওগাঁ সদর ছিটকিতলা থেকে সম্প্রতি তোলা।ছবি: ইউনুস আলী ফাইম