ভয় কিংবা আতঙ্ক, যা–ই হোক, তা সভ্যতার মানুষের প্রতি। তবু সে সুন্দর পৃথিবীর মানুষের মধ্যেই বেঁচে থাকতে চায় অনন্তকাল। আর আমরাই সেই আণবিক কিংবা পারমাণবিক শক্তি সঞ্চারিত মানুষ, যারা আদৌ একটি বাসযোগ্য পৃথিবীর ঠিকানার সন্ধান দিতে পারিনি সমাজের এমন অসাহায় প্রতিবন্ধী শিশুদের জন্য। বিরল রোগে আক্রান্ত প্রতিবন্ধী শিশুটির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে। ক্যামেরার লেন্সটা শিশুটির দিকে তাক করতেই লজ্জায় নিজেকে কেমন গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিল মুচকি হাসি দিয়ে। অবশেষে ক্লিকটা করেই ফেললামছবি: ইমতিয়াজ আহমেদ