পাঠকের ছবি

১ / ১১
কংক্রিটের রাস্তায় সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে মা। জীবন অনন্ত সম্ভাবনার। রেনেটা পার্ক, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রূপক রেজা
২ / ১১
ভ্রমণপিপাসুদের অন্যতম প্রিয় জায়গা যমুনা নদী। তাঁরা এখানে এসে আনন্দ করেন ও স্মৃতিস্বরূপ তোলেন ছবি। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে ১৫ জুন তোলা
ছবি: মাহমুদা টুম্পা
৩ / ১১
নদীতে মাছ ধরার জন্য ছটকা জাল প্রস্তুত করে রাখা হয়েছে। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর এলাকার লগ্ন আখিরা নদী থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৪ / ১১
ঋতুরাজের দেশ বাংলাদেশ বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে আষাঢ়ের বর্ষার বার্তা নিয়ে ফুটতে শুরু করে কদম ফুল। বর্ষার সুন্দরের এক আকর্ষণীয় হলুদ-সাদার সংমিশ্রণে পেলব আকৃতির এই কদম ফুল শোভা পায় গ্রামগঞ্জের গাছে গাছে। এসব ফুল নিয়ে ছোট শিশুরা আনন্দ-উল্লাসে খেলায় মেতেছে। ছবিটি সম্প্রতি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর কর্তিকুড়া এলাকা থেকে তোলা
ছবি: রাজু সরকার
৫ / ১১
বাড়ির উঠানে টবে মরিচগাছ। ছবিটি বগুড়ার আদমদীঘির সান্তাহার থেকে সম্প্রতি তোলা
ছবি: মাহামুদুল আলম
৬ / ১১
বর্ষার বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় ফুটেছে বর্ষার ফুল কদম। কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণে যুগে যুগে মুগ্ধ করে এসেছে গ্রাম ও নগরবাসীকে। গাছের সবুজ পাতার আড়ালে ফুটে থাকা অজস্র কদম ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। ছবিটি নওগাঁ সদর ইয়াদ আলীর মোড় থেকে ১৬ জুন তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৭ / ১১
পড়ন্ত বিকেলে সংগ্রামী নারী তার ভেড়ার দল নিয়ে বাড়ি ফিরছে। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার নখার পাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৮ / ১১
নৌকার আলকাতরা রোদে শুকিয়ে নিচ্ছেন ভাটি বাংলার মানুষ। বর্ষার পানিতে চারদিকে থইথই করে। এ সময় নৌকাই একমাত্র যোগাযোগের বাহন। শুধু যোগাযোগ নয়, মাছ ধরাসহ ভাটি বাংলার মানুষ নানা কাজে নৌকা ব্যবহার করে থাকেন। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৯ / ১১
নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে নদীপারের মানুষ ছোট্ট নৌকা দিয়ে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন। গাইবান্ধার গিদারী ইউনিয়ন এলাকা হতে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কনক আহাম্মেদ
১০ / ১১
করোনাকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডার পরশ পেতে অলস সময় পার করছে চেয়ারগুলো। ১৫ জুন ছবিটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
১১ / ১১
বাইরে প্রচণ্ড রোদ। রাস্তায় কোনো লোক নেই। ছবিটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার তুরা রাস্তার নটানপাড়া মোড় থেকে সম্প্রতি তোলা
ছবি: আবু সাইদ কাকন