নৌকার আলকাতরা রোদে শুকিয়ে নিচ্ছেন ভাটি বাংলার মানুষ। বর্ষার পানিতে চারদিকে থইথই করে। এ সময় নৌকাই একমাত্র যোগাযোগের বাহন। শুধু যোগাযোগ নয়, মাছ ধরাসহ ভাটি বাংলার মানুষ নানা কাজে নৌকা ব্যবহার করে থাকেন। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান