পাঠকের ছবি

১ / ৭
বোরো খেতের খড় সারা দিন রোদে শুকিয়ে, পড়ন্ত বিকেলে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। স্লুইস গেটসংলগ্ন এলাকা, পীরগঞ্জ, রংপুর, ২৮ মে
ছবি: মাসুদার রহমান
২ / ৭
পৃথিবীর নিষ্পাপ জিনিসগুলোর মধ্যে একটি হলো ছোটদের হাসি। এ হাসি ফুলকেও হার মানায়, মুগ্ধ করার ক্ষমতা রাখে সহজে। বড় হওয়ার চিন্তায় কখন যে এসব হাসি আমাদের কাছ থেকে হারিয়ে যায়! ছবিটি সম্প্রতি কুলাউড়া রেলস্টেশন থেকে তোলা
ছবি: রেজাউল করিম
৩ / ৭
মেঘাচ্ছন্ন গোধূলিবেলায়। এ তো মহিরুহ নয়, মহিরুহের প্রেতচ্ছায়া। এ তো আঁকাবাঁকা লাবণ্যহীন কাঠির কঙ্কাল। শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ, রসহীন, মৃতপ্রায় জীবন্ত সত্তা। নেই কোথাও এক–আঁচড় সবুজের প্রতিশ্রুতি। না আছে একবিন্দু সরসের সম্ভাবনা
ছবি: তাসকিন মেহেজাবীন
৪ / ৭
দীর্ঘ ছয়টি বছর একসঙ্গে কেটেছে। গত ২৮ মে ছিল রসায়ন বিভাগের ২০তম ব্যাচের স্না‌তকোত্তরের শেষ দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ মাঠেই জড়ো হয়েছেন ২০তম ব্যাচের শিক্ষার্থীরা। সরকা‌রি বাঙলা কলেজ, ঢাকা
ছ‌বি: এ বি আরিফ
৫ / ৭
গ্রীষ্মের তাপে অতিষ্ঠ জনজীবন বৃষ্টির ছোঁয়া পেয়ে শান্তি পেতে চায়। সেই কাঙ্ক্ষিত বৃষ্টি আসার আগমুহূর্তে ভয়ংকর সুন্দর রূপ ধারণ করে প্রকৃতি। ছবিটি সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ থেকে তোলা হয়েছে
ছবি: সুকান্ত দাস
৬ / ৭
প্রচণ্ড গরমে দীর্ঘদিন পর গতকাল মঙ্গলবার বৃষ্টির দেখা মিলল ইবি ক্যাম্পাসে। বৃষ্টির মধ্যে আনন্দ উপভোগ করতে দেখা গেল একঝাঁক শিক্ষার্থীকে। এ যেন এক হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো অনুভূতি, যার পরশে শিক্ষার্থীদের আনন্দঘন এক মুহূর্তের দেখা মিলল
ছবি: মো. নিয়ামতুল্লাহ
৭ / ৭
বিষয় যখন ঘুড়ি ওড়ানো; বয়স কোনো বাধা হতে পারে না! অবসরপ্রাপ্ত বরেন্দ্র উন্নয়ন কর্মকর্তা জাইদুল ইসলাম। বয়স ৭০ ছুঁই ছুঁই। অবসর সময় কাটানোর জন্য ঘুড়ি হাতে বিল এলাকায় ছুটে এসেছেন তিনি। জবই বিল ব্রিজ, সাপাহার, নওগাঁ, ৩০ মে
ছবি: সোহেল চৌধুরী