সোনালু ফুল তার সোনালি আভায় প্রকৃতিকে রাঙ্গিয়ে দিচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১৯ মেছবি: মাসুদার রহমান
২ / ৭
বাবুই পাখি ব্যস্ত সময় পার করছে তার নিজের ঘর তৈরিতে। নওগাঁ সদর থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: শহিদুল ইসলাম ফেরদৌস
৩ / ৭
কৃষকের হাসিতে গোলা ভরার পর আসছে জেলেদের হাসির উপকরণ। নতুন পানিতে ভরছে হাওরের বুক। ছবিটি সম্প্রতি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উজানবরাটিয়া থেকে তোলাছবি: মুহাম্মদুল্লাহ আহনাফ
৪ / ৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র গরমে একটু স্বস্তির নিশ্বাস ফেলার জায়গা এই বটতলা। ক্লাস শেষে আড্ডা দেওয়ার যথাযথ স্থান এটি। কেউ গল্প করছে তো আবার কেউ কেউ গান করছে। এককথায় গল্প, গান এবং বিশ্রামের জন্য অসাধারণ একটি জায়গা ইবির বটতলা। ছবিটি সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা হয়েছেছবি: সুকান্ত দাস
৫ / ৭
বগুড়া সদর উপজেলার দাড়িয়াল গ্রামে গত রোববার বসেছে নিশানের মেলা। অনেকের কাছে মেলাটি ‘দাড়িয়াল মেলা’ নামে পরিচিত। ছবিটি সম্প্রতি তোলাছবি: আরিফ শেখ
৬ / ৭
বিলপাড়ে কচুরিপানা ফুল সংগ্রহ করে খুশি মনে ফিরছে এক দল শিশু। বড় বিলা, পীরগঞ্জ, রংপুর, ২০ মেছবি: মাসুদার রহমান
৭ / ৭
বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া থেকে লোহাগাড়ার মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের নিচের মাটি দেবে ব্রিজটিতে ফাটল ধরে। এভাবেই ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদিন প্রায় শত শত যানবাহন পার হয় ব্রিজটি দিয়ে। সংস্কারে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। ছবিটি বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া থেকে ১৯ মে তোলাছবি: সাজেদুর আবেদীন