পাঠকের ছবি

১ / ৮
বন্যাকবলিত হয়ে চরম বিপাকে পড়েছেন সিলেটের বিশ্বনাথের পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী লোকজন। ভেলায় চড়ে ঘরে ফিরছেন এক শারীরিক প্রতিবন্ধী। ছবিটি ২১ মে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন থেকে তোলা
ছবি: নূর উদ্দিন
২ / ৮
ঠাকুরগাঁও সদরের রাজাগাঁওয়ের টাঙ্গন নদের বালুচরজুড়ে লাল মরিচের ছড়াছড়ি। নদীর তীর ও বালুচরে মরিচ শুকানোর ধুম পড়েছে। দিকে দিকে লাল মরিচ শুকানোর দৃশ্য দেখলে দূর থেকে মনে হয় লাল সোনা ছিটিয়ে দেওয়া হয়েছে। ছবিটি ২১ মে তোলা হয়েছে
ছবি: আপেল মাহমুদ
৩ / ৮
বেরো ধান কাটছে দুই শিশু। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ২০ মে
ছবি: মাসুদার রহমান
৪ / ৮
গ্রীষ্মের গরমে তালের শাঁস সবার কাছেই প্রিয়। ছবিটি বগুড়া সান্তাহার জংশন থেকে ২১ মে তোলা
ছবি: ইউনুস আলী
৫ / ৮
ঘাটে বাঁধা সারি সারি নৌকা। ভ্রমণপিপাসুরা এখানে আসেন নদীপাড়ের সৌন্দর্য উপভোগ করতে। ছবিটি গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে সম্প্রতি তোলা
ছবি: সাজেদুর আবেদীন
৬ / ৮
রাজধানীতে চলার পথে অনেক বাড়িতে এ গাছ দেখে থাকি। রঙিন কাগজের মতো দেখতে, সুন্দর এ ফুল গাছের নাম বাগানবিলাস
ছবি: সিয়াম মাহমুদ
৭ / ৮
বোরো ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের গৃহবধূরা। কিন্তু জ্যৈষ্ঠের শুরুতেই হঠাৎ হঠাৎ আকাশের রুদ্রমূর্তি ও থেমে থেমে বৃষ্টিতে যেন বেশ বিপাকেই পড়েছেন তাঁরা। ছবিটি কমপক্ষে সে কথাই বলে। পায়রাবন্দ সদরপুর, মিঠাপুকুর, রংপুর, ২১ মে
ছবি: মেনহাজুল ইসলাম
৮ / ৮
বিলপাড়ে কচুরিপানার ফুল সংগ্রহ করে খুশিমনে ফিরছে একদল শিশু। বড়বিলা, পীরগঞ্জ, রংপুর, ২০ মে
ছবি: মাসুদার রহমান