কৃষক ধানের খড় রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখছেন বর্ষাকালে গবাদিপশুর খাদ্যের জোগান দেবেন বলে। ছবিটি নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান
৫ / ৮
গ্রামীণ বৈশাখী মেলা ১৪২৯। বিজয়পুর, কুমিল্লা, ১৫ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ
৬ / ৮
রাত তখন ১০টা। এ সময়ে বিক্রেতা এ রমণীর মূল ক্রেতা শিশুরা তেমন নেই। তবু তিনি আশায় দাঁড়িয়ে আছেন, যদি কিছু বিক্রি হয়। ওদিকে মার্কেটের নিরাপত্তাকর্মীরা সরিয়ে দেওয়ার সব চেষ্টা চালাচ্ছেন। শেষ পর্যন্ত হতাশ হয়ে চলে গেলেন অন্যদিকে। ঈদের মৌসুম কতভাবেই আসে কত জনের জীবনে। ছবিটি চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টারের সামনে থেকে সম্প্রতি তোলাছবি: ইশতিয়াক জাহাঙ্গীর
৭ / ৮
এক দিকে সড়কে গাড়ির দীর্ঘ জটলা, অপর দিকে নাগরিক কোলাহল—এসব কিছু ছাপিয়ে চোখে পড়ছে অসীম দিগন্তে অস্তমিত সূর্য। সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে সম্প্রতি তোলা ছবিমো. শাদমান শাবাব
৮ / ৮
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চবিদ্যালয় ও রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ময়লা–আবর্জনার বিশাল স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও পথচারীরাছবি: আপেল মাহমুদ