রাস্তার দুই ধারে গাছ আর চোখজুড়ানো সবুজ মাঠ। জীবননগর, চুয়াডাঙ্গা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. শাহিন রেজা
২ / ৮
ছোট্ট শিশুর বইঠা হাতে এগিয়ে যাওয়া। বালাসী ঘাট, গাইবান্ধা, ১০ এপ্রিলছবি: মুহাইমিন আল সাবিত
৩ / ৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বাংলা নববর্ষবরণের প্রস্তুতি চলছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিলছবি: নওসাদ আল সাইম
৪ / ৮
তপ্ত দুপুরে বড় বিলা থেকে হাঁস নিয়ে বাড়িতে ফিরছে এক কিশোর। পীরগঞ্জ, রংপুর, ২ এপ্রিলছবি: মাসুদার রহমান
৫ / ৮
আদরমাখা বাবার ভালোবাসাছবি: সাদিম মাহমুদ অর্নব
৬ / ৮
চাচার হাসি! বালাসী ঘাট, গাইবান্ধা, ১০ এপ্রিলছবি: মুহাইমিন আল সাবিত
৭ / ৮
বাংলাদেশের প্রথম রেল চালু হয় ব্রিটিশ আমলে দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। দর্শনা থেকে ভারতের গেদে স্টেশন হয়ে তখন রেল যোগাযোগ বিস্তৃত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। দর্শনা ল্যান্ড পোর্ট, দর্শনা, চুয়াডাঙ্গা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. শাহিন রেজা।
৮ / ৮
রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। কিছুটা স্বস্তি পেতে সেচের পানিতে শীতল হতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে ছবিটি ১০ এপ্রিল তোলাছবি: কাওছার কনক