পাঠকের ছবি

১ / ৬
নৌকায় করে বিলে মাছ ধরছেন দুই ব্যক্তি। ছবিটি সম্প্রতি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ৬
পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এভাবেই ইফতারের আয়োজন করেন অনেকে। ছবিটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৯ এপ্রিল তোলা
ছবি: নাজমুল ইসলাম আবির
৩ / ৬
নদীতে জাল দিয়ে মাছ ধরছেন জেলে। ভৈরব নদী, বালিহুদা, চুয়াডাঙ্গা, ৮ এপ্রিল
ছবি: মো. শাহিন রেজা
৪ / ৬
সন্ধ্যায় পায়রা ব্রিজ। লেবুখালী, পটুয়াখালী, ৮ এপ্রিল
ছবি: আতিফ আদনান
৫ / ৬
তুলির স্পর্শে আকর্ষণীয় ও শৈল্পিক করে তোলা হচ্ছে মাটির সামগ্রী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সাদিম মাহমুদ অর্ণব
৬ / ৬
মেলা থেকে বাঁশি ও বেলুনের সিংহ নিয়ে গ্রামের মেঠোপথ দিয়ে খুশিমনে বাড়ি ফিরছে দুই শিশু। ওসমানপুর গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ৯ এপ্রিল
ছবি: মাসুদার রহমান