বিস্তীর্ণ জলাশয়। সবুজের মধ্যে সাদা, হালকা গোলাপি আর বেগুনির মিশেলে ফুটে আছে শত শত ফুল। দেখে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। ঠাকুরগাঁও সদরের রাজাগাঁও এলাকায় টাঙ্গান ব্যারাজে অপরূপ এই ছবি তৈরি করেছে কচুরিপানা ফুল। কোনো সুবাস না ছড়ালেও এর নান্দনিক রূপে মুগ্ধ এলাকাবাসীছবি: আপেল মাহমুদ