পাঠকের ছবি

বিদ্যালয়ের বারান্দায় নয়নাভিরাম ও চমৎকার লাল গোলাপ ফুটে সৌন্দর্য ছড়াচ্ছে। ছবিটি নেত্রকোনার কলমাকান্দার আনন্দ ডিজিটাল মডেল স্কুল থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
জমিতে গরু দিয়ে মই দিচ্ছেন একজন কৃষক। শানের হাট, পীরগঞ্জ, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাসুদার রহমান
আলোর মশাল হয়ে দাঁড়িয়ে আছে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়। চরফ্যাশন, ভোলা, ৬ এপ্রিল
ছবি: মারুফ হোসেন
পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় হাট দ্বারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬ এপ্রিল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়
ছবি: সোহেল রানা
বিস্তীর্ণ জলাশয়। সবুজের মধ্যে সাদা, হালকা গোলাপি আর বেগুনির মিশেলে ফুটে আছে শত শত ফুল। দেখে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। ঠাকুরগাঁও সদরের রাজাগাঁও এলাকায় টাঙ্গান ব্যারাজে অপরূপ এই ছবি তৈরি করেছে কচুরিপানা ফুল। কোনো সুবাস না ছড়ালেও এর নান্দনিক রূপে মুগ্ধ এলাকাবাসী
ছবি: আপেল মাহমুদ
একসময় গ্রামের মানুষ গরুর সঙ্গে মহিষ পালতেন। কিন্তু সময়ের ব্যবধানে এখন আর তেমন মহিষের দেখা মেলে না। হঠাৎ রাস্তার ধারে মহিষের ঘাস খাওয়ার দৃশ্য দেখা গেল। দৌলতগঞ্জ, চুয়াডাঙ্গা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি. মো. শাহিন রেজা
গোধূলিবেলায় অস্তগামী সূর্য প্রকৃতিকে লাল আভায় সাজিয়েছে। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার ধূলগাড়ি গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান