পাঠকের ছবি

স্বল্প খরচে অল্প পরিশ্রমে ভুট্টা চাষে লাভবান হওয়ায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভুট্টা চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষকেরা। ভুট্টাখেতে সবুজ পাতার ফাঁকে আসতে শুরু করেছে ফুল ও ভুট্টার মোচা। এটা দেখে কৃষকের মুখে ফুটেছে হাসি
ছবি: আপেল মাহমুদ
ফ‍্যাশন স্কয়ার। চরফ‍্যাশন, ভোলা, ১ এপ্রিল
ছবি: মো. আবিদ বিন মাহমুদ
গোধূলিলগ্ন। চরফ‍্যাশন, ভোলা, ১ এপ্রিল
মো. আবিদ বিন মাহমুদ
থেমে থাকা ইঞ্জিনে উঠে চারদিক দেখার মধ্যেও একটা আনন্দ আছে। কখনো মনে হয় ট্রেন এই চলা শুরু করল, আবার কখনো মনে হয় নিজেই ট্রেন চালাচ্ছি। দুরন্ত বালকদের এমনটাই অনুভূতি! ময়মনসিংহ রেলওয়ে জংশন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
বর্ষা মৌসুম আসার আগেই পাহাড়ি ঢলে পানিভর্তি হয়ে যায় সিলেটের সীমান্তঘেঁষা নদীগুলো। তখন পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নদী, খাল, ছড়া অথবা পাহাড়ি ঝরনা। ছবিটি সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: দেলোয়ার হোসেন
জাতীয় ফল কাঁঠাল পরিপূর্ণভাবে আকার ধারণের অপেক্ষায় গাছে ঝুলছে। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ২ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
দিগন্ত বিস্তৃত ধানখেতের মাঠজুড়ে সবুজের সমারোহ। কাঠাগড়, পীরগঞ্জ, রংপুর, ২ এপ্রিল
ছবি: মাসুদার রহমান