পাঠকের ছবি

১ / ৮
গ্রামীণ মেলায় এক দাদু তাঁর নাতনিকে মাটির তৈরি খেলনা কিনে দিচ্ছেন। পীরগঞ্জ, রংপুর, ১ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
২ / ৮
পর্যটকদের পদচারণে সর্বদাই মুখর থাকে কক্সবাজার সমুদ্রসৈকত। তবে পবিত্র রমজান মাসে পর্যটক কমে যায় অনেকটাই। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৩ / ৮
গোদাগাড়ী থেকে প্রতিদিন ভটভটিতে চড়ে রাজশাহী নগরে বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ করতে আসেন তাঁরা। ভটভটিতে বসেই তাঁরা সেরে নিচ্ছেন দুপুরের খাবার। ছবিটি রাজশাহী নগরের রানীবাজার এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: সবুজ সরকার
৪ / ৮
তীব্র রোদে রেলস্টেশনে দাঁড়িয়ে জিনিস বিক্রি করছেন এক ফেরিওয়ালা। গাজীপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক
৫ / ৮
ফসল সুরক্ষায় কৃষকের পরম বন্ধু কাকতাড়ুয়া। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ২ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৬ / ৮
কুষ্টিয়ার কুলফি মালাই। লালনের আখড়া, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৭ / ৮
শৈশবে ফেলে আসা স্মৃতি। মনে হয় ফিরে যাই বাধাহীন অতীতে, যেখানে সব রং সমান। কুঠিবাড়ী, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নুর মোহাম্মদ মিয়া
৮ / ৮
গাছে গাছে নতুন পত্রপল্লবে প্রকৃতি সজীব হয়ে উঠছে। ফুলবাড়ী এলাকা, চতরা রোড, পীরগঞ্জ, রংপুর, ২ এপ্রিল
ছবি: মাসুদার রহমান