পাঠকের ছবি

১ / ৮
সবুজ মাঠের বুক চিরে খালটি চলে গেছে ভারত সীমান্তে। সন্ধ্যা নামার আগে গ্রামের একজন খাল থেকে হাঁসের খাবার গুগলি (ছোট শামুক) সংগ্রহ করছেন। ছবিটি ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
২ / ৮
ফুটেছে আমের মুকুল। বসন্তের বাতাসে সুবাস ছড়াচ্ছে গাছভরা আমের মুকুল। নিয়ামতপুর গ্রাম, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৫ মার্চ
ছবি: মো. তাহমিদ শাহ তামিম
৩ / ৮
পঞ্চদশ শতাব্দীর প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে প্রতিবছরের মতো (করোনায় দুই বছর বন্ধ থাকার পর) চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শিল্পাচার্য জয়নুল আবেদিনের গড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মেলা আয়োজন করা হয়েছে। মেলার আয়োজনে অন্যান্য স্টলে ভ্রমণপ্রিয় দর্শনার্থীর আনাগোনা যেমন, তেমনি মৃৎশিল্পের (শখের হাঁড়ি) স্টলে সবার ভিড় জমাতে দেখা গেছে। শখের হাঁড়ির স্টলের মালিক মৃত্যুঞ্জয় কুমার পাল ও সঞ্জয় কুমার পালের কাছে জানতে চাইলে জানান, ‘লোকজ মেলার শুরু থেকেই আমরা ১ নম্বর স্টলে বেচাবিক্রিতে আয় মোটমুটি ভালো হয়, মনেও থাকে অনাবিল আনন্দ। মাসব্যাপী চলবে মেলা।’
ছবি: মোহাম্মদ মহসীন
৪ / ৮
হরেক মাল বিক্রির উদ্দেশ্যে গ্রামের পথে বেরিয়েছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি মিঠাপুকুর উপজেলোর গিরাই গ্রাম থেকে
ছবি: মাসুদার রহমান
৫ / ৮
বসন্তের সন্ধ্যায় পলাশবনে রঙের আগুন। গাজীপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক
৬ / ৮
পথের ধারে পড়ে থাকা শিমুল ফুলে আকৃষ্ট হয়ে পিঠে স্কুলব্যাগ নিয়েই ফুল কুড়াতে ব্যস্ত এক শিশুশিক্ষার্থী। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান লিখন
৭ / ৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ছবি, মানচিত্র বিক্রি করেন তিনি। ক্রেতা না থাকায় অবসরে ব্যস্ত মুঠোফোন নিয়ে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সবুজ সরকার
৮ / ৮
আমাদের কত ব্যস্ততা। তাতে জীবন ঝুঁকিপূর্ণ হলেও কী আসে–যায়। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র আগ্রাবাদে উড়ালসড়কের কাজের জন্য যান ও পথচারী পারাপার নিষিদ্ধ করার জন্য ভালো রকম প্রতিবন্ধকই দেওয়া হয়েছে। কিন্তু ওই যে আমাদের ব্যস্ততা
ছবি: ইশতিয়াক জাহাঙ্গীর