পাঠকের ছবি

১ / ৯
দুরন্তপনায় মেতে উঠেছে একদল কিশোর। এ যেন ধূলিমাখা শৈশবের কথা মনে করিয়ে দেয়। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ রংপুর,  ১ মার্চ
ছবি: মাসুদার রহমান
২ / ৯
বিকেলে সেতুর মুখে মাছ ধরতে ব্যস্ত স্থানীয় জনগণ। পড়ন্ত বিকেলে গাছের পাতা ভেদ করে রক্তিম বর্ণ ধারণ করে সূর্য অস্ত যাচ্ছে। নেত্রকোনার কলমাকান্দার কলেজ রোড থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৩ / ৯
ফুটপাতে দাঁড়িয়ে তিনি যা বিক্রি করছেন, চলতি ভাষায় এটার নাম হলো নারকেলের ফোফড়া। আসলে নারকেলের ফুল। খেতে বেশ সুস্বাদু ও পুষ্টিকরও বটে। আলাপে জানা গেল, এগুলো আসে বাগেরহাট থেকে। ছবি তুলছি দেখে উনি জানতে চাইলেন, ছবি দিয়ে কী করবেন। বললাম, পত্রিকায় দেব। চাচা তখন জানান, এর অনেক ঔষধিগুণ আছে, সেটা লিখে দিয়েন। ছবিটি রাজধানীর নয়াপল্টন থেকে সম্প্রতি তোলা
ছবি: ইশতিয়াক জাহাঙ্গীর
৪ / ৯
লোকালয়ের মাথার ওপর পড়ন্ত বিকেলের ডুবন্ত সূর্য। সে সূর্যের আলো এসে পড়েছে কৃষকের পরম যত্নে গড়া গমের খেতে। সব মিলিয়ে সোনার বাংলার এক নৈসর্গিক দৃশ্য। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে রাজশাহীর গোদাগাড়ীর বড়গাছী গ্রাম থেকে
ছবি: মো. শফিউল্লাহ
৫ / ৯
গাঁয়ের শিশু সারা দিন একসঙ্গে খেলতে ও ঘোরাঘুরি করতে পছন্দ করে। শিশুরা একসঙ্গে বসে ছিল, তখনই তাদের ক্যামেরাবন্দী করা হয়। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৬ / ৯
গোপালগঞ্জে শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় মঙ্গলবার প্রতিবাদী কনসার্টের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা একদল শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
৭ / ৯
শীতের শেষ সূর্যাস্ত। পুরানবাজার, চাঁদপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জাহিদ হোসেন গাজী
৮ / ৯
বোরো খেতে নিড়ানি দিচ্ছেন কৃষিশ্রমিক। কুটি, পীরগঞ্জ, রংপুর, ১ মার্চ
ছবি: মাসুদার রহমান
৯ / ৯
সকাল সকাল জীবিকার তাগিদে ছুটে চলা। ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে, ত্রিশাল, ময়মনসিংহ, ২ মার্চ
ছবি: মো. মিলন হোসেন