ফুটপাতে দাঁড়িয়ে তিনি যা বিক্রি করছেন, চলতি ভাষায় এটার নাম হলো নারকেলের ফোফড়া। আসলে নারকেলের ফুল। খেতে বেশ সুস্বাদু ও পুষ্টিকরও বটে। আলাপে জানা গেল, এগুলো আসে বাগেরহাট থেকে। ছবি তুলছি দেখে উনি জানতে চাইলেন, ছবি দিয়ে কী করবেন। বললাম, পত্রিকায় দেব। চাচা তখন জানান, এর অনেক ঔষধিগুণ আছে, সেটা লিখে দিয়েন। ছবিটি রাজধানীর নয়াপল্টন থেকে সম্প্রতি তোলাছবি: ইশতিয়াক জাহাঙ্গীর