বড়শির অপর নাম ছিপ, যা মাছ ধরতে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। এটি প্রাচীন ঐতিহ্য, যা এখন প্রায় বিলুপ্তের পথে। মনু নদীর তীরে বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যায় এক ব্যক্তিকে। ছবিটি ৫ জুন মৌলভীবাজারের সুইচ গেইট এলাকা থেকে তোলাছবি: শুভ গোয়ালা
২ / ১১
কলাগাছের ভেলায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন এই ব্যক্তি। ঘাঘট নদ, দমদমা, রংপুর, ৩ জুনছবি: মাসুদার রহমান
৩ / ১১
গত কয়েক দিনের প্রচণ্ড দাবদাহের তীব্র গরমে পুড়ছে জনপদ ও মাঠঘাট। বিপর্যস্ত ও দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। একটুখানি স্বস্তির খোঁজে পানিতে নেমেছে গৃহপালিত গবাদিপশুটি। ছবিটি বগুড়া আদমদীঘির ছাতিয়ান গ্রাম থেকে তোলাছবি: ইউনুস আলী ফাইম
৪ / ১১
বৃষ্টির ফোঁটায় লাল জবার সৌন্দর্য টগবগ করছে। ছবিটি ৩ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হায়াত মাহমুদ ভবনের সামনে থেকে তোলাছবি: মাসুদার রহমান
৫ / ১১
করোনার সংক্রমণ রোধে সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকলেও ছুটির দিনগুলোতে মানুষের ঢল দেখা যায় গাছপালা ও সবুজ প্রকৃতিতে সমৃদ্ধ সিলেটের লাক্কাতুরা চা-বাগানে। দর্শনার্থী বেশি আসায় এলাকার স্থানীয় লোকজন বসিয়েছেন হরেক রকম খাবারের দোকান। পর্যটকেরা ঘোরাঘুরি শেষে বসে বিশ্রাম নেন এ জায়গাগুলোতে। সিলেটের আশপাশের একটি জনপ্রিয় দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হচ্ছে বাগানটি। সিলেটের লাক্কাতুরা এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: আহমেদ শাহীন
৬ / ১১
সবুজ ঘাসের ওপর অযত্নে পড়ে আছে ট্রেনের পুরোনো জং ধরা বগি। ছবিটি ৪ জুন কমলাপুর রেলস্টেশন থেকে তোলাছবি: রাব্বি হাসান
৭ / ১১
দেখতে সুন্দর বড় আকারের হলুদ ফুলটির নাম অলকানন্দা। বাগানের সৌন্দর্য বর্ধন করে ফুলটি। রৌদ্রোজ্জ্বল দিনে এ ফুল সবচেয়ে ভালোভাবে ফোটে। দেশের প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে এ ফুলের আকার-আকৃতির পরিবর্তন ঘটে। ছবিটি সম্প্রতি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে তোলাছবি: কারিমুল হাসান লিখন
৮ / ১১
কুয়াতে পানি নেই বললেই চলে। এই একটি মাত্র কুয়া সুপেয় পানির উৎস পাহাড়ে বসবাসরত অর্ধশতাধিক আদিবাসী পরিবারের। একটু পানি জমা হলে একজন নেওয়ার পর অনেকক্ষণ পরে অন্যজনকে নিতে হয়। সুপেয় পানির অভাবে পাহাড়ি জনপদে দুর্ভোগের অন্ত নেই। নেত্রকোনার কলমাকান্দার চেংগ্নী গ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান
৯ / ১১
ধান কাটা মেশিন দেখতে উৎসুক জনতার ভিড়। নরিনা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৪ জুনছবি: ইমন ইসলাম
১০ / ১১
বেলা শেষে ঠিক সন্ধ্যা নামার আগে যমুনা নদীতে মাছ ধরার অপরূপ দৃশ্য। প্রতিদিনই যমুনায় এভাবেই শখের বশে নদীতে মাছে ধরতে দেখা যায় যমুনা পারের মানুষদেরছবি: মেহেদী হাসান সায়মন
১১ / ১১
বাড়ির আঙিনায় দেশীয় লেডিস স্লিপার ফুলগাছ। বৃষ্টিতে ধুয়ে অপরূপ লাবণ্য ছড়াচ্ছে। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা থেকে তোলাছবি: ফাহিমা ইসলাম।