পাঠকের ছবি

১ / ৭
একজন ফেরিওয়ালা শহরের এ পাড়া থেকে ওই পাড়া, শহর থেকে মফস্বলে ফেরি করে বেড়ায়। পিঠে থাকে বড় চার-পাঁচটা বাক্স। এর কোনোটায় খেলনা, কোনোটায় চুড়ি, কোনোটায় কানের দুল, লিপস্টিক, নেইলপলিশ, ফিতাসহ নানা রকম গয়না থাকে। সিলেট শহরের পুলিশ লাইনস এলাকায় শীতের মেলায় দোকান দেয় এ ফেরিওয়ালা। মেলায় দিন-রাতের ক্লান্তিতে দোকানের বস্তার বিছানাতেই ঘুমিয়ে পড়ে অসময়ে।
ছবি: দেলোয়ার হোসেন
২ / ৭
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল বাগানে এসেছে বসন্ত। ফুটেছে ফুল। ফুলবাগানে কাজ করছেন মালি। দর্শনার্থীরা তুলছেন ছবি। গতকাল মঙ্গলবার বিকেলে।
ছবি: শাবলু শাহাবউদ্দিন
৩ / ৭
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ক্যাম্পাসে নেই শিক্ষার্থীদের পদচারণ। আখের রস বিক্রি না হওয়ায় অবসরে বিক্রেতা নিজেই আখ খাচ্ছেন। ছবিটি আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে তোলা।
ছবি: সবুজ সরকার
৪ / ৭
সদ্য চাষের জমিতে সূর্যরশ্মি। দিবর দিঘি, পত্নীতলা, নওগাঁ, ৮ ফেব্রুয়ারি।
ছবি: সাকিব হোসেন
৫ / ৭
গাড়ি নিয়ে চলছিল খেলা, সঙ্গে বরই কুড়ানো। ছবি তোলার কথা শুনেই দাঁড়িয়ে গেল ক্যামেরার সামনে। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঠকঠকি এলাকা থেকে তোলা।
ছবি: সবুজ সরকার
৬ / ৭
বোরো ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা অবধি ট্রাক্টর নিয়ে ব্যস্ত তাঁরা। দেশের মানুষের জন্য তাঁদের বিরামহীন পথচলা। কালাইহাটা, গাবতলী, বগুড়া, ৮ ফেব্রুয়ারি
ছবি: মাহমুদা টুম্পা
৭ / ৭
এই সময়ে হাতে বই থাকার কথা, ঠিক সে সময় বাদাম বিক্রি করছে ছেলেটি। এভাবেই ক্রমাগত বেড়ে চলেছে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছবিটি তোলা। জিরো পয়েন্ট, সাপাহার, নওগাঁ
ছবি: সাকিব হোসেন